
গত সপ্তাহে ১ হিন্দু চিকিৎসককে করাচির সিভিল হাসপাতালে আইসিইউয়ের ভিতর রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ১ সপ্তাহ কাটতে না কাটতেই ফের ১ হিন্দু চিকিৎসককে পাকিস্তানে গুলি করে হত্যা করল আততায়ী। প্রীতম লাখওয়ানি নামে প্রৌঢ় ওই চিকিৎসক বহু বছর ধরে করাচির পাক কলোনির বড়া রোডে ক্লিনিক চালাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে তাঁকে তাঁর ক্লিনিকের সামনেই গুলি করে পালায় ১ আততায়ী। তখন এলাকায় লোডশেডিং চলছিল। চিকিৎসকের সহকারী গিয়েছিলেন অন্য কাজে। সেই ফাঁকে চিকিৎসককে একা পেয়ে গুলি করে পালায় আততায়ী। রক্তাক্ত অবস্থা প্রীতম লাকওয়ানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।