World

পাকিস্তানে ‘অনার কিলিং’, দম্পতিকে খুন

ফের পাকিস্তানে নির্মম অনার কিলিং। এবার এক অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর স্বামীকে খুন করার অভিযোগ উঠল মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ফয়সলাবাদে। ৪ বছর আগে বাড়ির অমতে সরকারি স্কুলের শিক্ষক মহম্মদ শাকিলকে বিয়ে করেন আকসা নামে এক তরুণী। আকসার বাড়ির এই বিয়েতে বিন্দুমাত্র সায় ছিল না। কিন্তু বিয়ের কিছুদিন পর নব দম্পতি সৌদি আরবে চলে যাওয়ায় তেমন কিছু করে উঠতে পারেনি তারা। সম্প্রতি তাঁরা দেশে ফেরেন। আকসার সন্তান প্রসবের কথা তিন চারদিন পরেই। অভিযোগ ঠিক তার আগে আচমকাই তাঁদের বাড়িতে হাজির হয় আকসার মা, ভাই ও পরিবারের অন্য কয়েকজন। বাড়িতে ঢুকে তারা স্বামী-স্ত্রী দু’জনকেই বেদম প্রহার শুরু করে। অন্তঃসত্ত্বা হলেও ছাড় পাননি আকসা। মারধরের পর শাকিল ও আকসাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা ফেরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button