World

পাকিস্তানের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা আটকে দিল আমেরিকা

মার্কিন মুলুকের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে পাকিস্তান। কিন্তু এবার আর সেটা জুটছে না। ২ দিন আগেই ট্রাম্প সরকার পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশদের তালিকায় জায়গা দিয়েছে। এবার তাদের জন্য ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা আটকে দিল পেন্টাগন। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, পাকিস্তান দিনের পর দিন সন্ত্রাসবাদী সংগঠন হাক্কানি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। সন্ত্রাসবাদকে মদত তারা দিয়েই চলেছে।

মার্কিন মুলুক থেকে আর্থিক সাহায্য পাকিস্তানের অনেক কাজে আসে। সেখানে এতবড় অর্থ আটকে যাওয়া তাদের জন্য বড় ধাক্কা তো বটেই। সেইসঙ্গে পাকিস্তানের সম্বন্ধে আমেরিকার ক্রমশ খারাপ হতে থাকা ধারণা তাদের আগামী দিনে আরও বড় সমস্যায় ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যদিও এতকিছুর পরও দেশের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ করার তেমন কোনও সদিচ্ছার স্বাক্ষর ইসলামাবাদ রাখেনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *