World

সপ্তাহে ৩ জনের বেশি মানুষের প্রাণদণ্ড কার্যকর হয় এই দেশে

পাকিস্তানের একটি এনজিও সংস্থা। কাজ করে মানবাধিকার নিয়ে। নাম জাস্টিস প্রজেক্ট পাকিস্তান। এই সংস্থাই তাদের একটি রিপোর্টে চমকে দিয়েছে বিশ্বকে। চিন, ইরান, সৌদি আরব, ইরাক এই ৪টি রাষ্ট্রে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড হয়। এই তালিকায় পঞ্চম দেশটি পাকিস্তান বলে দাবি করেছে জেপিপি। তাদের দাবি, পাকিস্তানে শেষ ৩০ মাসে ৪৬৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অর্থাৎ সপ্তাহে প্রায় সাড়ে ৩ জন মানুষের ফাঁসি হয় গড়ে। এরমধ্যে আবার সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড হয় পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। মোট মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৮৩ শতাংশই পঞ্জাবের বাসিন্দা। কিন্তু কেন এত কঠোর আইন রয়েছে সে দেশে?

অবশ্যই অপরাধে রাশ টানার লক্ষ্যেই পাক আইন এতটা কঠোর। কিন্তু জেপিপির আরও চাঞ্চল্যকর দাবি হল, এর পরেও তাদের কাছে থাকা তথ্য নাকি বলছে মৃত্যুদণ্ডের এই রমরমা সত্ত্বেও পাকিস্তানে অপরাধমূলক কার্যকলাপে এতটুকু রাশ টানা সম্ভব হয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *