World

পাকিস্তানে নিষিদ্ধ ভ্যালেন্টাইনস ডে

পাকিস্তানে ভ্যালেন্টাইনস ডে পালনে নিষেধাজ্ঞা জারি করল ইসলামাবাদ হাইকোর্ট। এধরণের প্রেম দিবস অ-ইসলামিক বলে দাবি করে আদালতে একটি পিটিশন দাখিল করেন জনৈক ব্যক্তি। সেই মামলায় এদিন আদালত রায় দিয়েছে পাকিস্তানে ভ্যালেন্টাইনস ডে পালন বা সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে কোনও বার্তা আদান প্রদান করা যাবে না। সতর্ক করা হয়েছে পাক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকেও। ভ্যালেন্টাইনস ডে নিয়ে গণমাধ্যমেও কোনও বিজ্ঞাপন বা লেখা বা কোনও সম্প্রচার দেখানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেদিকে নজর রাখার জন্য পাক সরকারকেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে আদালত। প্রতিবার ভ্যালেন্টাইনস ডে-কে কেন্দ্র করে পাকিস্তানের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলির চোখ রাঙানি থাকে। তারপরেও তরুণ প্রজন্মের মধ্যে ভ্যালেন্টাইনস ডে পালনে উৎসাহ নজর কাড়ত। এবার আর সেই সুযোগও রইল না।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *