প্রতিবেশি দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত শহর, শহরটা ঐতিহাসিকও
বিশ্বের সবচেয়ে দূষিত শহরটি রয়েছে ভারতের প্রতিবেশি রাষ্ট্রে। সুইস সংস্থা আইকিউএয়ার এই তালিকা প্রকাশ করেছে। যেখানে এই শহরটি ১ নম্বরে রয়েছে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? এ প্রশ্নের উত্তর রয়েছে ভারতের গায়েই। আফ্রিকার কোনও রাষ্ট্র নয়। দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রের প্রসিদ্ধ শহরটি বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে।
৪৫২ একিউআই নিয়ে এই ঐতিহাসিক শহরের মানুষ ভাল করে শ্বাসটুকু নিতে পারেন কি? এ প্রশ্ন উঠছে। কারণ সুইস সংস্থা আইকিউএয়ার রীতিমত আশঙ্কা প্রকাশ করে এ শহরের বাসিন্দাদের রাস্তায় থাকলে মুখে মাস্ক পরা, ঘরে এয়ার পিউরিফায়ার চালানো, ঘরের জানালা বন্ধ রাখা এবং বাড়ির বাইরের কাজকর্ম যতটা কম করা সম্ভব সেদিকে নজর দিতে পরামর্শ দিয়েছে।
এ শহর পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর হল লাহোর। এই শহরই এখন বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর শহর। দূষিত ধোঁয়াশায় ভরা এ শহরের দূষণ এমন পর্যায় ছুঁয়েছে যে সেখানে সুস্থভাবে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
কারখানার দূষণ, গাড়ির ধোঁয়া, আশপাশে খড় পোড়ানো সহ একাধিক কারণ রয়েছে এই দূষণের। প্রসঙ্গত লাহোরের একিউআই ৫০০ পার করেছে এমন উদাহরণও রয়েছে।
লাহোর বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর শহর বলে চিহ্নিত হলেও পাকিস্তানের অনেক শহরই দূষণে ভরা। বাতাসে দূষণ ২০০ একিউআই অনেক জায়গাতেই রয়েছে।
বিশ্বের অন্যতম দূষিত শহরের প্রথম ১০-এ করাচিও জায়গা পেয়েছে। তালিকায় করাচি রয়েছে নবম স্থানে। পাকিস্তানের অনেক জায়গাই অস্বাস্থ্যকর বাতাসে ভরা। যা সে দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













