World

তক্ষশীলায় মাটি খুঁড়ে পাওয়া গেল ২০০০ বছর পুরনো মুদ্রা, তার চেয়েও প্রাচীন গয়না

ভারতের প্রতিবেশি দেশে উদ্ধার হল প্রায় ২ হাজার বছর পুরনো মুদ্রা। কোন রাজত্বের গয়না তাও জানা গেল। সঙ্গে পাওয়া গেল আরও প্রাচীন পাথরের গয়না।

যেখান থেকে কার্যত এই গুপ্তধন উদ্ধার হয়েছে তা একটি ইউনেস্কো অনুমোদিত স্থান। যেখানে প্রত্নতাত্ত্বিকরা তাঁদের খননকার্য চালাচ্ছিলেন। সেখান থেকেই এই জিনিসগুলি উদ্ধার হয়েছে। যাকে কয়েক দশকের মধ্যে এখান থেকে পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হিসাবে ব্যাখ্যা করছেন প্রত্নতাত্ত্বিকরা। যা পাওয়া গেছে তা এক সময়ের গান্ধার সম্বন্ধে আরও জানতে সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তক্ষশীলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সেখানেই এবার পাওয়া গেল এই প্রাচীন মুদ্রাগুলি। যা আনুমানিক প্রায় ২ হাজার বছর পুরনো।

ব্রোঞ্জের মুদ্রাগুলি কুশান সাম্রাজ্যের বলেও নিশ্চিত বিশেষজ্ঞরা। তার চেয়েও প্রায় ৬০০ বছর পুরনো কিছু পাথরের গয়নাও উদ্ধার হয়েছে। যা সে সময়ের অনেক কথা বলতে পারবে বলেই মনে করা হচ্ছে।

ভীর নামে জায়গায় অনেক ধ্বংসাবশেষ রয়েছে। যা প্রায় আড়াই হাজার বছর পুরনো। এটি একটি ইউনেস্কো সাইট। এখানেই মাটির তলা থেকে এই কয়েন এবং মুদ্রা উদ্ধার হয়েছে।

যা একটা সময়কে তুলে ধরতে পারবে, সে সময় সম্বন্ধে আরও বেশি করে জানার সুযোগ করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ এই খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *