১৭ বছর পর তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল এআই
১৭ বছর আগে বাড়ি থেকে আইসক্রিম কিনতে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন এক তরুণী। অবশেষে তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিল এআই।
এখন তাঁর বয়স ২৭ বছর। ১৭ বছর আগে তাঁর তখন বয়স ১০ বছর। ২০০৮ সাল। বাড়ি থেকে সেই ১০ বছরের বালিকা বেরিয়েছিল আইসক্রিম কেনার জন্য। বাড়ি থেকে কিছুটা দূরে আইসক্রিমের দোকান। সে আইসক্রিম কেনে ঠিকই, তবে বাড়ি ফেরার সময় হারিয়ে যায় রাস্তা।
সে রাস্তা হারিয়েছে বুঝতে পেরে এক মহিলা তার কাছে তার ঠিকানা জানতে চান। কিন্তু সে বলতে পারেনি। এমনকি কোন রাস্তা দিয়ে তার বাড়ি তাও সে সঠিক করে বলতে পারেনি।
ওই মহিলার উদ্যোগেই পাকিস্তানের ইসলামাবাদের বাসিন্দা ওই তরুণী ১০ বছরের বালিকা অবস্থায় একটি শেল্টার হোমে জায়গা পায়। তবে সেটা ইসলামাবাদে ছিলনা। ছিল করাচিতে। তবে তার পরিবারের খোঁজ বন্ধ হয়নি।
১৭ বছর পর পাক প্রাদেশিক সরকারের সঙ্গে সাইবার ক্রাইমের বিষয়ে কর্মরত এক ব্যক্তির সাহায্য চায় হোমের কর্তারা। সেই ব্যক্তি আধুনিক প্রযুক্তি, এআই, ফেসিয়াল রিকগনিশনের সাহায্য নিয়ে ওই তরুণীর পরিবারকে খুঁজে পান। পুলিশের কাছে হওয়া ওই মেয়েটির নিখোঁজ রিপোর্ট এবং ওই তরুণীর থেকে পাওয়া কিছু তথ্যের সাহায্য নিয়ে ওই ব্যক্তি অবশেষে তাঁর পরিবারকে খুঁজে ফেলেন।
যোগাযোগ করা হয় ওই পরিবারের সঙ্গে। তরুণী ফিরে পান তাঁর ১৭ বছর আগে হারিয়ে যাওয়া পরিবারকে। প্রযুক্তির সাহায্যে এক তরুণীর এভাবে তাঁর পরিবারকে ফিরে পাওয়ার ঘটনা সকলকেই অবাক করেছে। এমনকি তরুণীর পরিবারের কেউই ভাবতে পারেননি তাঁরা তাঁদের মেয়েকে আর কোনওদিন ফিরে পাবেন। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেরই নজর কেড়েছে।













