World

বন্যার জলে গলা পর্যন্ত দাঁড়িয়ে রিপোর্টিং, ভেসে গেলেন রিপোর্টার

বন্যা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরতে এক রিপোর্টার নেমেছিলেন জলে। গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে সংবাদ পরিবেশনের সময় আচমকা ভেসে যেতে দেখা যায় তাঁকে।

বন্যার জল প্রবল গতিতে বয়ে যাচ্ছে। সেই জলে গলা পর্যন্ত দাঁড়িয়ে এক রিপোর্টার বন্যার বাস্তব চিত্রটা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছিলেন। কি অবস্থা তা জানাচ্ছিলেন। বন্যার জলের তোড় এবং তার টেনে নিয়ে যাওয়ায় প্রবণতা বোঝা যাচ্ছিল রিপোর্টারের বুমে কথা বলার সময় শরীর নড়ে যাওয়া থেকে।

এভাবে বলতে বলতে একসময় দেখা যায় তিনি জলের টানে আরও ভিতরের দিকে চলে গেলেন। তারপর একসময় ভেসে যাওয়ার মত অবস্থায় চলে গেল তাঁর শরীর। তিনি কিছুটা ভেসে গেলেন।

এখানেই শেষ হয় ক্লিপটি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় নানা মানুষ নানা মতামত দেন। কেউ জানান ওই সাংবাদিক অত্যন্ত সাহসী। কেউ বলেন এটাই কাজের প্রতি নিষ্ঠার পরিচয়।

তবে একটা প্রশ্ন ছিলই। ওই সাংবাদিকের কি হল? তাঁর কি সলিলসমাধি ঘটল? নাকি তাঁকে উদ্ধার করা গেল? অনেকে তো তাঁর জীবন গেছে ভেবেই নেন।

যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তা ঘটেছে পাকিস্তানে। ওই সাংবাদিকের নাম আলি মুসা রাজা। যিনি দক্ষিণ পঞ্জাবের সখি সরোবর নামে জায়গায় বন্যার জলে নেমে এই প্রতিবেদনটি তৈরি করছিলেন।

যেটুকু জানা গিয়েছে, ওই সাংবাদিক কিন্তু সেদিন অনেক দূরে কোথাও ভেসে যাননি। তিনি ভালই আছেন। তবে যে ঝুঁকি নিয়ে তিনি ওই রিপোর্টিংটি করেন তার জন্য অনেকেই তাঁর প্রশংসা করেছেন। প্রসঙ্গত এখনও পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বন্যা ২০০-র ওপর মানুষের প্রাণ কেড়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *