World

বাড়ির পাঁচিল টপকে জনবহুল রাস্তায় সিংহ, ঝাঁপিয়ে পড়ল মহিলার ওপর

একটি গৃহস্থ বাড়ি। বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের এপারে সড়কপথ। বহু মানুষের যাতায়াতে সরগরম। আচমকা সেই পাঁচিল টপকে লাফ দিল এক সিংহ।

একটা চিড়িয়াখানার পাঁচিল টপকালে তাও বোঝা যেত। যদি লাগোয়া কোনও জঙ্গল থেকে আচমকা লোকালয়ে প্রবেশ করত তাও বোঝা যেত। কিন্তু এক্ষেত্রে তেমন কোনও কিছুই হল না।

একটি গৃহস্থ বাড়ির পাঁচিল টপকে এক সিংহ যে রাস্তায় লাফ দিয়ে নেমে আসবে, কারও ওপর ঝাঁপিয়ে পড়বে, একথা বোধহয় স্বপ্নেও ভাবেননি ওই রাস্তা দিয়ে চলাফেরা করা সাধারণ মানুষজন।

এমন এক শহরের জনবহুল রাস্তায় যে সিংহ আসতে পারে সেটাই তো ভাবনার বাইরে! কিন্তু একদম সেটাই ঘটল। একটি সিংহ আচমকা একটি বাড়ির পাঁচিল টপকে লাফ দিল রাস্তায়। তারপর এক মহিলাকে কাছে দেখে তাঁকে তাড়া করল।‌

সিংহ দেখে মহিলা দৌড় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সিংহের গতির সামনে তাঁর দৌড় নেহাতই হামাগুড়ি সম প্রমাণিত হয়। সিংহ সহজেই লাফিয়ে পড়ে তাঁর ওপর।

যে বাড়ির পাঁচিল টপকে সিংহটি লাফ দিয়েছিল, সেই বাড়ি থেকে একাধিক ব্যক্তি ছুটে বেরিয়ে আসেন। তারপর ওই মহিলাকে ছাড়ানোর চেষ্টা করেন সিংহের হাত থেকে।

সিংহ এবার ওই মহিলাকে ছেড়ে ঝাঁপিয়ে পড়ে তাঁর ২ সন্তানের ওপর। ৫ ও ৭ বছরের ২ বালকের হাত ও মুখে আঁচড়েও দেয়। এদিকে ওই বাড়ি থেকে যাঁরা বেরিয়ে এসেছিলেন তাঁরা এরপর ওই সিংহটিকে পাকড়াও করে সেখান থেকে পালিয়ে যান।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। যা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পাওয়া গেছে। পরে সিংহ সহ ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ওই বাড়িতেই সিংহটি পোষ্য হিসাবে ছিল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের অন্যতম জনবহুল শহর লাহোরে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *