এলইডিযুক্ত বিয়ের পোশাক, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @rehabmaqsood
বিয়ে তো কতই হয়। কটা বিয়ে আর সকলের নজর কেড়ে নেয়! কটা বিয়ে নিয়ে চর্চা হয়! কটা বিয়েই বা সমাজ মাধ্যমে ভাইরাল হয়! কিন্তু যে কটি হাতে গোনা বিয়ে চমকে দেয় সকলকে তেমনই এক বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার হাত ধরে সামনে এল। আর তাতে যা দেখা গেল তাতে বেশ অবাক সকলে।
এক কনে বিয়ের পোশাকে রয়েছেন। বিয়ের অনুষ্ঠানে তিনি যে লেহেঙ্গা পরে এলেন সেখানেই ছিল সবচেয়ে বড় চমক। বর কনেকে ছেড়ে কনের লেহেঙ্গার দিকেই চেয়ে রইলেন সকলে। ছবি উঠল নানা কোণা থেকে।
কনের লেহেঙ্গায় জ্বলছে এলইডি আলো। যা দেখে কার্যত সকলের চোখ আটকে গেল সেদিকে। লেহেঙ্গার আলোয় ঝলমল করছেন কনে। তবে চমকের এখানেই শেষ নয়।
এই লেহেঙ্গা কনে পরুন তা নাকি তাঁর হবু বরের ইচ্ছা ছিল। তাঁর ইচ্ছাতেই কনে এমন এলইডি আলো লাগানো লেহেঙ্গা পরে বিয়ে করতে এলেন।
বরের ইচ্ছা ছিল বিয়ের দিন তাঁর হবু স্ত্রী ঝলমল করবেন। সেটা কীভাবে সম্ভব তা ভাবতে গিয়ে তাঁর মনে হয় লেহেঙ্গায় এলইডি আলো থাকলে কেমন হয়!
কার্যত বরের ভাবনার হাত ধরেই এলইডি লেহেঙ্গা পরে বিয়ে করতে এলেন কনে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। তবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে এই বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…