Lifestyle

কনের পোশাকে জ্বলছে আলো, নিজের কোন ইচ্ছা পূরণ করলেন বর

সমাজ মাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে কনে ঝলমল করছেন আলোর রোশনাইতে। তাঁর পোশাকেই রোশনাই। বরেরে ইচ্ছাতেই নাকি এমন পোশাক। নিজের কোন ইচ্ছা পূরণ করলেন বর।

Published by
News Desk

বিয়ে তো কতই হয়। কটা বিয়ে আর সকলের নজর কেড়ে নেয়! কটা বিয়ে নিয়ে চর্চা হয়! কটা বিয়েই বা সমাজ মাধ্যমে ভাইরাল হয়! কিন্তু যে কটি হাতে গোনা বিয়ে চমকে দেয় সকলকে তেমনই এক বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার হাত ধরে সামনে এল। আর তাতে যা দেখা গেল তাতে বেশ অবাক সকলে।

এক কনে বিয়ের পোশাকে রয়েছেন। বিয়ের অনুষ্ঠানে তিনি যে লেহেঙ্গা পরে এলেন সেখানেই ছিল সবচেয়ে বড় চমক। বর কনেকে ছেড়ে কনের লেহেঙ্গার দিকেই চেয়ে রইলেন সকলে। ছবি উঠল নানা কোণা থেকে।

কনের লেহেঙ্গায় জ্বলছে এলইডি আলো। যা দেখে কার্যত সকলের চোখ আটকে গেল সেদিকে। লেহেঙ্গার আলোয় ঝলমল করছেন কনে। তবে চমকের এখানেই শেষ নয়।

এই লেহেঙ্গা কনে পরুন তা নাকি তাঁর হবু বরের ইচ্ছা ছিল। তাঁর ইচ্ছাতেই কনে এমন এলইডি আলো লাগানো লেহেঙ্গা পরে বিয়ে করতে এলেন।

বরের ইচ্ছা ছিল বিয়ের দিন তাঁর হবু স্ত্রী ঝলমল করবেন। সেটা কীভাবে সম্ভব তা ভাবতে গিয়ে তাঁর মনে হয় লেহেঙ্গায় এলইডি আলো থাকলে কেমন হয়!

কার্যত বরের ভাবনার হাত ধরেই এলইডি লেহেঙ্গা পরে বিয়ে করতে এলেন কনে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। তবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে এই বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।

Share
Published by
News Desk