World

সিন্ধু জলবণ্টন চুক্তিতে পরিবর্তন মানা হবে না, জানাল পাকিস্তান

সিন্ধু জলবণ্টন চুক্তিতে কোনও পরিবর্তন তারা মেনে নেবেনা। তারা চাইবে ভারতও যেন সেই চুক্তি মেনে চলে। যে চুক্তি দুই দেশের মধ্যে হয়েছিল তাকে সম্মান জানায়। পাকিস্তানের ডন পত্রিকায় একটি সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী তারিক ফাতেমি একথা জানিয়েছেন। তাঁর অভিযোগ ভারত দুটি বিতর্কিত জলপ্রকল্প তৈরি করছে। কিষেণগঙ্গা ও রটলে। এই দুটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে যে সময় লাগবে, ভারত বিভিন্ন টালবাহানা করে সেই সময় খাওযার চেষ্টা করছে। কারণ প্রকল্প ২টি তৈরি হয়ে গেলে তারা যাতে বলতে পারে এখন আর কিছু করার নেই! প্রসঙ্গত উরি হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সিন্ধু জলবণ্টন চুক্তি না মানার হুঁশিয়ারি দিয়েছিল ভারত। সত্যিই ভারত এমন কোনও পদক্ষেপ করলে পাকিস্তানের একটা বড় অংশ জলসংকটে পড়বে। ফলে পাকিস্তানও ভয় পায়। তৈরি করে একটি বিশেষ কমিটি।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *