World

জালিয়াতির অভিযোগে গ্রেফতার ‘আফগান গার্ল’

ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের সাড়া জাগানো আফগান গার্ল-কে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল পাকিস্তানের এফআইএ বা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। কম্পিউটারে তৈরি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ১৯৮৪ সালে চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারি পেশোয়ারের একটি শরণার্থী শিবিরে সরবত বিবি নামে ১২ বছরের একটি মেয়েকে দেখে তার ছবি তোলেন। ১৯৮৫ সালের জুন মাসে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের কভার পেজে সেই ছবি প্রকাশিত হয়। সেই ছবি সারা বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দেয়। বিশেষত ১২ বছরের ওই মেয়ের দুটি জ্বলন্ত চোখ। ছবিটির নামই হয়ে যায় আফগান গার্ল।

পরে এই আফগান গার্লকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে ন্যাশনাল জিওগ্রাফি। সেখানে তাঁকে মোনালিসা অফ আফগান ওয়ার বলে বর্ণনা করা হয়। পরে আফগানিস্তান ও পাকিস্তান, এই দুই দেশের নাগরিকত্ব বা দ্বিনাগরিকত্ব নিয়ে পাকিস্তানে বসবাস শুরু করেন সরবত বিবি। আফগান গার্লের সংসার হয়। এদিন সেই সাড়া জাগানো আফগান গার্লকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করল এফআইএ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *