Entertainment

স্তন যুগল উঁকি দিচ্ছে পিৎজার আড়ালে, যৌনাঙ্গ বাক্স দিয়ে ঢাকা, আগুন ধরালেন পদ্মা লক্ষ্মী

Published by
News Desk

স্নানঘরে শ্বেতশুভ্র বাথটবে ক্লান্ত নগ্ন দেহটা ডুবিয়ে চোখটা বুজে এলিয়ে থাকা। মাঝেমধ্যে সুরাপাত্রে আলতো চুমুক। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারসঙ্গে পিৎজায় কামড়! একটু বেমানান তাইতো? কিন্তু সেই পিৎজার উত্তাপে এখন গ্রীষ্মের দাবদাহ তুচ্ছ মনে হচ্ছে নেটিজেনদের। বরং ইন্সটাগ্রাম খুলে বাথটবে পিৎজা ভক্ষণের উত্তাপ তারিয়ে উপভোগ করছেন তাঁরা। হবে নাই বা কেন! উত্তাপ যিনি ছড়াচ্ছেন তাঁর নাম পদ্মা লক্ষ্মী। তবে পিৎজাটা উপলক্ষ মাত্র। আসল কথা হল ছবিটা। যেখানে দেখা যাচ্ছে পদ্মা লক্ষ্মী পিৎজার বাক্সটা দিয়ে কোনওক্রমে ঢেকে রেখেছেন তাঁর যৌনাঙ্গ। আর পিৎজার ২ টুকরো দিয়ে আড়াল করার চেষ্টা করছেন তাঁর স্তন যুগল। যা ঢাকা পড়ছে সামান্যই। বাকিটা উন্মুক্ত।

৪৭ বছরের মার্কিন অভিনেত্রী ও মডেল খেতে ও খাওয়াতে ভীষণ ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লোভনীয় পদের রন্ধন প্রণালী জানার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। হালে তিনিই এবার পিৎজার আলগা আবরণে স্তন ও যোনি ঢেকে আরও একবার আলোচনা ও বিতর্ক দুয়েরই কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন।

ইন্সটাগ্রামে সম্প্রতি নিজের একটি হট অ্যান্ড বোল্ড ছবি পোস্ট করেছেন সুন্দরী সুপারমডেল পদ্মা লক্ষ্মী। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে পিৎজা খেতে। পাত পেড়ে যেভাবে বাকিরা খায়, সেভাবে নয়। একেবারে নিজের স্টাইলে ইতালিয়ান পদটির রসনায় ডুব দিয়েছেন তিনি। পিৎজার বাক্সটা রাখার জন্য কোনও স্ট্যান্ডের দরকার পড়েনি তাঁর। নিজের উষ্ণ সিক্ত দুই স্তনের ওপর পেপেরোনি পিৎজার ২টি টুকরো রেখেছেন তিনি। আর পিৎজার বাকি অংশসহ বাক্সটিকে রেখেছেন ভেজা যোনির ওপর। এক হাতে ওয়াইনের গ্লাস ধরে এভাবেই তিনি তাঁর নিভৃত পিৎজা পার্টিতে এক আলাদাই উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। যা নিয়ে এখন পাগল নেট দুনিয়া। ‘ইজি এক্সোটিক’ বইয়ের লেখিকা পদ্মা লক্ষ্মীর এহেন পিৎজা ভক্ষণের ভাইরাল ছবি গরম কমানো তো দূর, উল্টে নেট জগতের তাপমাত্রা হুহু করে বাড়িয়ে দিয়েছে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts