কুমড়ো যখন নৌকা, আসল কুমড়োয় চেপে দিঘি পার করলেন অনেকে
কুমড়ো খাওয়া যায়। বিদেশে বড় আকারের কুমড়োর প্রতিযোগিতাও হয়। তা বলে কুমড়ো চেপে দিঘি পার। সেটাও দেখা গেল। কুমড়োয় চেপে দাঁড় টেনে দিঘি পার করলেন অনেকে।
 
						কুমড়ো বেশ সুস্বাদু এবং মিষ্টি। খেতেও অনেকে পছন্দ করেন। ভারতে কুমড়ো অতিকায় চেহারা না নিলেও মার্কিন মুলুক সহ বিভিন্ন দেশে কুমড়োকে জমিতে বড় করার চেষ্টা অনেকে করে থাকেন। যার আবার প্রতিযোগিতাও হয়।
কার কুমড়ো সবচেয়ে বড়, সবচেয়ে ভারী তার প্রতিযোগিতা নিয়ে মানুষের উৎসাহের শেষ থাকেনা। এবার কুমড়ো আবার অন্য রূপ ধারণ করল। অতিকায় সব কুমড়োর পেট থেকে অনেকটাই শাঁস বার করে নেওয়া হয়।
ফলে সেখানে একটা গর্ত তৈরি হয়। সেই গর্তে একজন মানুষ দিব্যি বসে পড়তে পারেন। ফলে সে কুমড়ো আর খাবার কুমড়ো থাকেনা, খাবার কুমড়ো তখন নৌকার রূপ ধারণ করে।
আমেরিকার অরিগনে ২০২৫ ওয়েস্ট কোস্ট জায়ান্ট পামকিন রেগাত্তা রেস আয়োজিত হল বিশাল একটি দিঘিতে। এ প্রতিযোগিতায় কুমড়োই সবচেয়ে বড় আকর্ষণ। দানবীয় কুমড়োর পেট থেকে শাঁস বার করে সেখানে মানুষ বসে ভেসে পরা দিঘির জলে।
তারপর দাঁড় টেনে নির্দিষ্ট জায়গায় পৌঁছনো। এটাই তো খেলা। এটাই রেস। যাঁরা প্রতিযোগী তাঁরা আবার আজব সব সাজে যোগ দেন প্রতিযোগিতায়। প্রধানত নিজেদের বাগানে ফলানো কুমড়োকে নৌকার রূপ দিয়ে তা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন সকলে।
তবে এবার যিনি প্রথম হয়েছেন তাঁর বাগানের কুমড়োটি বড় হওয়ার সময় হঠাৎ ফাঙ্গাসের কবলে পড়ে নষ্ট হয়ে যায়। তাই তিনি তাঁর এক বন্ধুর কাছ থেকে বিশাল কুমড়ো চেয়ে সেটাকে নৌকা বানিয়ে এই প্রতিযোগিতা জিতে নিলেন। তবে এ প্রতিযোগিতায় জিত হারটা বড় নয়। বরং মানুষ উপস্থিত হন কুমড়োর নৌকা দেখতে।













