Entertainment

জেমস বন্ডের বান্ধবীকেও রেহাই দিল না করোনা

Published by
News Desk

তিনি জেমস বন্ডের বান্ধবী। জেমস বন্ডের ‘কোয়ান্টাম অফ সোলাস’ সিনেমায় তিনি বন্ড গার্লের চরিত্রে অভিনয় করেন। আর সিনেমা জগতে যাঁরা বন্ড গার্ল হয়েছেন তাঁদের হাতে গোনা সংখ্যার মধ্যে একজন ওলগা কুরিলেঙ্কো। এছাড়াও ডেথ অফ স্তালিন সিনেমা খ্যাত ওলগা নিজেই জানিয়েছেন তাঁর রক্তের নমুনায় করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে। ফলে তিনি আপাতত গৃহবন্দি।

৪০ বছর বয়সী এই হলিউড সুন্দরী প্রায় ১ সপ্তাহ হয়ে গেল নিজেকে গৃহবন্দি করে রেখেছেন। সোশ্যাল সাইটে তাঁর ঘরের বন্ধ জানালার ছবিও দিয়েছেন তিনি। নিজের গৃহবন্দি দশার কথা জানিয়েছেন। আপাতত এই ঘরেই থাকবেন ওলগা। তিনি এও জানিয়েছেন জ্বর আর ক্লান্তি তাঁকে পেয়ে বসেছে। তিনি এও জানিয়েছেন, তাঁর জ্বর বাড়লে তাঁকে প্যারাসেটামল খেতে বলা হয়েছে। ব্যস এই টুকুই।

ওলগা আপাতত ঘরে বন্দি। জ্বর বাড়লে জ্বর কমানোর ওষুধ খাচ্ছেন। এছাড়া ভিটামিন খাচ্ছেন। ওলগা এছাড়াও পাতিলেবুর রস দিয়ে জল খাচ্ছেন। সাদা জল পান করছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রসুন খাচ্ছেন। ওলগা-র আগেই অবশ্য হলিউডের অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসনকে কব্জা করেছে করোনা। তাঁরাও আপাতত গৃহবন্দি অবস্থায় রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk