Lifestyle

পোষ্য নিলেই ৩ দিনের সবেতন ছুটি

Published by
News Desk

সন্তান হলে মায়েরা অফিসে বড়সড় ছুটি পেয়ে থাকেন। অনেক জায়গায় পিতৃত্বকালীন কয়েকদিনের ছুটির নিয়মও চালু আছে। কিন্তু তাবলে পোষ্য নিলেও ৩ দিনের ছুটি! তাও আবার সবেতন! ভাবা যায়! ভাবা কিন্তু যাচ্ছে। নরওয়ের সংস্থা মুস্তি গ্রুপ তাদের কর্মীদের এই ছুটি দিচ্ছে। এখন সংস্থার কর্মী সংখ্যা প্রায় দেড় হাজার। এঁদের কেউ যদি কোনও পোষ্য নেন তাহলে তাঁকে ৩ দিনের সবেতন ছুটি দিচ্ছে সংস্থা। নরওয়ের এই সংস্থা পোষ্য বিক্রি করে। দেশের সবচেয়ে বড় পোষ্য বিক্রি সংস্থা হল এটি।

সংস্থার যুক্তি, বাড়িতে নতুন পোষ্য এলে তার ওই বাড়ি বা নতুন মনিবের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। তাই তার সঙ্গে যাতে দূরত্ব কমে, মনিবের সঙ্গে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। পোষ্য মনিবের সঙ্গে বা ওই বাড়ির সঙ্গে একাত্ম বোধ করতে শুরু করে। তার ভয় কেটে যায়। তারজন্য তার সঙ্গে প্রথমে সময় কাটানো জরুরি। সেই সময়টা তাদের কর্মীদের দিতেই সংস্থা এই ৩ দিনের সবেতন ছুটি চালু করেছে।

Share
Published by
News Desk