রাতের আকাশে রংয়ের খেলা দেখতে শুরু হল প্যানোরামিক নাইট ট্রেন, বিশ্বে এই প্রথম
রাতের আকাশে নানা রং খেলা করে বেড়ায়। সে এক স্বর্গীয় অভিজ্ঞতা। কনকনে ঠান্ডা রাতে সেই দৃশ্য উপভোগ করতে শুরু হল প্যানোরামিক নাইট ট্রেন। বিশ্বে এই প্রথম।
ট্রেনটি চলবেই রাতে। বলা ভাল কনকনে হাড় কাঁপানো ঠান্ডার রাতে। সারাবছর নয়। এ ট্রেন চলবে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। ট্রেনটি নিজেও একটা চমক। ট্রেনের মাথা থেকে গা, সবটাই কাচের। ফলে বাইরে চারধার স্পষ্ট নজরে পড়বে।
এই প্যানোরামিক দৃশ্য উপভোগ অবশ্যই ট্রেনে যাত্রা করা পর্যটকদের জন্য এক অন্যই অভিজ্ঞতা। কারণ শীতের রাতে রাত আকাশে রংয়ের খেলা সকলের সামনে তুলে ধরতে এমন প্যানোরামিক অর্থাৎ চারধারব্যাপী দৃশ্যমান ট্রেন পরিষেবা পৃথিবীতে এই প্রথম।
ট্রেনটি রাতেই যাত্রা শুরু করবে পর্যটকদের নিয়ে। বাইরে হাড় জমিয়ে দেওয়া ঠান্ডা থাকলেও ট্রেনের মধ্যে একটা উপভোগ্য উত্তাপ বিরাজ করবে। যাতে আকাশটা ভালভাবে সকলে দেখতে পান সেজন্য ট্রেনের আলোও কমিয়ে রাখা থাকবে। সব মিলিয়ে একটা সারাজীবন মনে রাখার মত অভিজ্ঞতা।
প্রশ্ন হল কোথায় আর আকাশে রংয়ের খেলা বলতেই বা কি দেখা যাবে? এমন এক ট্রেন পরিষেবা শুরু হয়েছে নরওয়েতে। যেখানে রাতের আকাশে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস পর্যটকদের অন্যতম আকর্ষণ। মধ্যরাতে আকাশে উজ্জ্বল নানা রংয়ের খেলা শুরু হয়। সে এক না ভোলা দৃশ্য। আলোর খেলা চোখ জুড়িয়ে দেবে।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই এই মধ্যরাতে আলোর খেলা দেখতে নিশীথ সূর্যের দেশ নরওয়েতে হাজির হন বিশ্বের নানা প্রান্তের পর্যটকেরা। আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের এই শীতকালীন মহাজাগতিক শো পৃথিবীর সব মানুষের কাছেই এক অতি আশ্চর্য অভিজ্ঞতা। নরওয়েতে এই ট্রেন পরিষেবা সেই অভিজ্ঞতাকেই আরও এক নতুন রূপ দেবে।













