National

ঘুমই যত সমস্যার মূল, জল ছেড়ে শোওয়ার ঘরের সামনে পৌঁছে গেল জাহাজ

ঘুমের জেরেই যত সমস্যা। আর সে কারণেই একটা আস্ত মালবাহী জাহাজ ঢুকে পড়েছিল এক গৃহস্থের বাগানে। যা এখনও সরাতে কসরতের শেষ নেই।

এক গৃহস্থ তাঁর ঘরে দিব্যি ঘুমোচ্ছিলেন। ঘুম ভাঙে প্রতিবেশির বারবার কলিং বেলের আওয়াজে। তাঁর ঘুম বেশ গভীর। তাই কলিং বেল অনেকবার বাজার পর তাঁর ঘুম ভাঙে। দরজা খোলার পর প্রতিবেশি যা দেখান তারপর তাঁর ঘুম ছুটে যেতে বিন্দুমাত্র সময় লাগেনি।

এমনকি এরপর ঘুম আসতেও সমস্যা হতে পারে। তিনি দেখেন তাঁর সাজানো বাগানে দাঁড়িয়ে আছে একটি সমুদ্রে দেখা মালবাহী জাহাজ। যার সঙ্গে তাঁর শোওয়ার ঘরের দূরত্ব মাত্র কয়েক হাত। আর একটু হলে তাঁর বিছানাতেই গিয়ে ধাক্কা দিত জাহাজটা।


এমন অদ্ভুত কাণ্ড ঘটল কীভাবে তা নিয়ে শুরু হয় তদন্ত। আর সেই তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে জাহাজের দ্বিতীয় আধিকারিক, যিনি হলেন জাহাজের পথপ্রদর্শক, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। যার ফলে জাহাজ দিকভ্রষ্ট হয়ে সমুদ্র ছেড়ে সোজা উঠে আসে মাটিতে। ঢুকে পড়ে এক গৃহস্থের বাগানে।

ওই পথপ্রদর্শক তাঁর ডিউটির সময় ঘুমিয়ে পড়ায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জাহাজটিকে ওই গৃহস্থের বাড়ি থেকে বার করতে সেটিকে খালি করার কাজ চলছে।


সব কন্টেনার নামিয়ে জাহাজকে যতটা সম্ভব খালি করা হচ্ছে যাতে তা কম কসরতে ওই বাগান থেকে ফের জলে ফিরিয়ে দেওয়া যায়। ঘটনাটি ঘটেছে নরওয়ের বিনিসেটের বাসিন্দা জোহান হেলবার্গ নামে এক ব্যক্তির বাগানে। সেখানে এসে দাঁড়িয়ে পড়ে এনসিএল সল্টেন নামে জাহাজটি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *