World

চুল কাটাতে গিয়ে প্রায় ৯০ লক্ষ টাকার মালিক এক ব্যক্তি

তিনি স্থির করেন ফাঁকা যখন রয়েছেন তখন চুলটা কেটে ফেলা যাক। সেই চুল কাটতে গিয়ে যে তিনি হঠাৎ এমন ধনী হয়ে যাবেন তা কে জানত।

সেদিন তেমন কোনও কাজ ছিলনা। তাই তিনি ঠিক করেন তাহলে বরং চুলটা কেটে ফেলা যাক। সেইমত তিনি সেলুনে হাজির হন। চুলও কাটেন। কিন্তু চুল কাটার জন্য পারিশ্রমিকটা দিতে গিয়ে তাঁর মাথায় হাত। তিনি তো খুচরো টাকা আনতেই ভুলে গেছেন!

অগত্যা তিনি ওই দোকানের কেশশিল্পীকে জানান তিনি টাকা তুলে এনে তাঁকে দিচ্ছেন। টাকা তুলতে বেরিয়েও যান। কাছেই একটি মার্কেট প্লেস। উত্তর ক্যারোলিনার ডারহামের বাসিন্দা ওই ব্যক্তি লটারি সংস্থাকে জানান তাঁর মনের মধ্যে কে যেন বলে টিকিট কাটার জন্য। তিনি একটি লটারির টিকিট কেটে ফেলেন।

তারপর চুল কাটার পারিশ্রমিক মিটিয়ে ফিরে আসেন নিজের গাড়িতে। সেখানে যখন সেই লটারির ফলাফল জানার চেষ্টা করেন তিনি তখন হতবাক হয়ে যান। তিনি মোটা অঙ্কের লটারি জিতে গেছেন!

১ লক্ষ ডলার লটারি জিতেছেন তিনি। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা। চুল কাটার টাকাটা পকেটে থাকলে ওই মার্কেটেও তিনি যেতেননা। লটারির টিকিটও হয়তো কাটা হতনা।

নিছক পকেটে টাকা না নিয়েই চুল কাটতে আসাটা তাঁর ভাগ্য ঘুরিয়ে দিল। রাতারাতি ৮৯ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন তিনি। এত টাকা নিয়ে কি করবেন? ওই ব্যক্তি সেটা পরিস্কার না করলেও এটা জানিয়েছেন যে তাঁর বেশ কয়েকটি ইচ্ছা আছে। সেগুলি তিনি এই টাকা দিয়ে পূরণ করতে চান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *