Entertainment

বন্দুকটা সপাটে এসে লাগল মাথায়, রক্তাক্ত নোরা ফাতেহি

Published by
News Desk

স্ত্রী সিনেমাটি যাঁরা দেখেছেন তাঁদের চোখে ভাসছে কমরিয়া গানটি। আইটেম নম্বর হলেও তাতে নোরা ফাতেহির নাচ নজর কাড়ে সকলের। হালফিলের স্ট্রিট ডান্সার ৩ডি নোরাকে আরও জনপ্রিয়তা দিয়েছে। এই বলিউড সুন্দরী শ্যুটিং করছিলেন ভুজ:দ্যা প্রাইড অফ ইন্ডিয়া নামে সিনেমার জন্য। টাইট শিডিউলে শ্যুটিং চলছিল। সিনেমায় যত ইমোশন আছে, ততই রয়েছে টানটান অ্যাকশন।

পড়ুন : লাল আর গোলাপিতে বার্বি ডল হলেন নোরা ফাতেহি

টানটান একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। নোরা জানিয়েছেন, সেই সময় তাঁর এক সহ অভিনেতা হাতে থাকা একটি বন্দুক ছোঁড়েন। আর সেই বন্দুক সোজা এসে লাগে তাঁর কপালে। কপাল ফেটে যায়। রক্ত ঝরতে থাকে। দ্রুত তাঁর চিকিৎসা হয়। যন্ত্রণায় তখন কাতর নোরা। তবু শ্যুটিং বন্ধ করেননি। এই অবস্থায় সারাদিন শ্যুটিং করেন। আপাতত তাঁর কপালের দাগ মেলাতে ব্যস্ত স্ত্রী সিনেমার কমরিয়া গার্ল নোরা ফাতেহি।

পড়ুন : সিনেমার পর্দায় নিজের অভিনয় দেখতে মুখিয়ে আছেন নোরা

ভুজ:দ্যা প্রাইড অফ ইন্ডিয়া সিনেমায় নোরা ফাতেহি ছাড়াও রয়েছেন অজয় দেবগণ, সোনাক্ষী সিনহা, শরদ কেলকর প্রমুখ। পরিচালক অভিষেক দুধাইয়া। ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধ এই সিনেমার মূল বিষয়। সিনেমাটি খুব অল্প সময়ের শিডিউলে শ্যুটিং করছেন পরিচালক। ফলে কেউ অসুস্থ হলে মুশকিল। সেক্ষেত্রে নোরা ফাতেহি চোট পেয়েও পেশাদারিত্বের নিদর্শন রাখলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk