World

মা হলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা। সন্তানসম্ভবা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেনের প্রসব যন্ত্রণা প্রকট হয়। তাঁর স্বামী তাঁকে নিয়ে গাড়িতে ছোটেন অকল্যান্ড সিটি হাসপাতালে। সেখানেই দিনভর ধীরে ধীরে বাড়তে থাকে প্রসব যন্ত্রণা। অবশেষে বিকেলে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এই নিয়ে জাসিন্দা হলেন দ্বিতীয় এমন মহিলা যিনি প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন সন্তানের জন্ম দিলেন। প্রথমজন বেনজির ভুট্টো। ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি জন্ম দেন তাঁর দ্বিতীয় সন্তান বখতাওয়ার ভুট্টো জারদারির।

এদিন সন্তানের জন্মের পর তাকে কোলে করে গর্বিত মা হাসিমুখে স্বামীকে পাশে নিয়ে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এও জানিয়েছেন ৬ মাসের জন্য তিনি ছুটি নিচ্ছেন। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে সময় দিতেই তাঁর এই সিদ্ধান্ত। এই ৬ মাসের জন্য দেশের প্রধানমন্ত্রীর পদ সামলাবেন উপ-প্রধানমন্ত্রী উইনস্টন পিটারস।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *