World

কোথাও লেখা জায়গাটা ভূতুড়ে, কোথাও লেখা ৩ মিনিটের বেশি নয়, শহর জুড়ে আজব সাইনবোর্ড

একটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় যদি আশ্চর্য সাইনবোর্ড নজর কাড়ে তাহলে অবাক হতে হয়। সেখানে লেখা নানা চমকে দেওয়ার মত বার্তা।

রাস্তার ধারে সাইনবোর্ড অনেক শহরেই নগর প্রশাসনের তরফে লাগানো হয়। যাতে তারা প্রশাসনের তরফে যে বার্তা শহরবাসীর কাছে পৌঁছে দিতে চায় সেটা দ্রুত সকলের কাছে পৌঁছে যায়। এমনই সাইনবোর্ড একটা গোটা শহরকে নাড়িয়ে দিল। মানুষের চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হতে সময় নিল না একটি শহরের নানা প্রান্তে লাগানো সাইনবোর্ড।

সেখানে কোনও সাইনবোর্ডে লেখা, ‘দিস এরিয়া ইজ স্লাইটলি হন্টেড, বাট ম্যানেজেবল’ অর্থাৎ এ জায়গাটা কিছুটা ভূতুড়ে, তবে নিয়ন্ত্রণযোগ্য। কোনও সাইনবোর্ডে আবার লেখা ‘স্ট্যান্ডিং ইন ওয়ান প্লেস লিমিটেড টু থ্রি মিনিটস’, অর্থাৎ একটি স্থানে ৩ মিনিটের বেশি দাঁড়ানো যাবেনা।

কোথাও আবার শুধু লেখা ‘ডোন্ট’ অর্থাৎ বিরত থাক। কোথাও আবার লেখা ‘ওয়াকিং স্পিড লিমিট ২.৮৩ কিমি পার আওয়ার’। মানুষের সমান উঁচু একটি চওড়া দণ্ডের ওপর ছোট ছোট এই সাইনবোর্ডগুলি গোটা শহরবাসীর নজর কেড়ে নিতে সময় নেয়নি। কারণ এমন আজব সাইনবোর্ড তাঁরা এর আগে কখনও দেখেননি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আনাচেকানাচে নজরে পড়া এই সাইনবোর্ডগুলি দেখার পর শহরবাসীর প্রথমে মনে হয় এগুলি নগর প্রশাসনের দেওয়া। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে কারণ এই লেখাগুলির তলায় লেখা ছিল ‘ক্রাইস্টচার্চ সিটি কনফিউশন’। যেখানে নগর প্রশাসন দিলে লেখা থাকত ‘ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল’।

এই শহরে শুরু হয়েছে লিটল স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল। সেই উৎসবকে সামনে রেখে এক শিল্পী এই ভাবনার জন্ম দিয়েছেন। তাঁর মতে নগর প্রশাসন কোনও বার্তা দিলে মানুষ তবু পড়েন। কিন্তু অন্য কেউ দিলে সেটিকে চেয়েও দেখেননা। তাই তিনি এমন কিছু লেখেন যাতে সকলের নজর যায়। তাঁর ভাবনা যে কতটা সঠিক ছিল তা গোটা শহর জুড়ে এই সাইনবোর্ড ঘিরে চর্চা প্রমাণ করে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *