World

১৭ লক্ষ টাকার পেনডেন্ট ফেরত পেতে ভরসা পায়খানা, প্রতিদিন চলছে ঘাঁটাঘাঁটি

১৭ লক্ষ টাকা দামের একটি পেনডেন্ট। জেমস বন্ডের সিনেমা অবলম্বনে তৈরি। সেই পেনডেন্ট দোকান থেকে চুরি গেল। কে নিল তাও জানা। ফেরত পেতে এখন পায়খানাই ভরসা।

একটি পেনডেন্ট। ১৮ ক্যারেটের সোনার ওপর হিরে ও নীলকান্তমণি বসিয়ে তা তৈরি করা হয়েছে। পেনডেন্টটি দেখতে একটি ডিমের মত। ডিমের মধ্যে রয়েছে একটি অক্টোপাস। সোনার অক্টোপাস। যা হিরে ও নীলকান্তমণির অনেক খণ্ড দিয়ে তৈরি।

১৯৮৩ সালে মুক্তি পাওয়া জেমস বন্ডের সিনেমা অক্টোপুসি অবলম্বনে এই বিশেষ ধরনের অক্টোপাস পেনডেন্টটি তৈরি করে একটি গয়নার দোকান। যা তারা মাত্র ৫০টিই তৈরি করে। তারমধ্যেই একটি নিয়ে দোকানে দেখছিল এক যুবক।

হঠাৎই সে সেটি গিলে ফেলে। তাকে পাকড়াও করা হয়। পুলিশের হাতে তুলেও দেওয়া হয়। এখন পুলিশ এবং গয়নার দোকান চাইছে পেনডেন্টটি ফেরত পেতে।

কিন্তু ফেরত পাবে কীভাবে? আদালতে পেশ করা হলে ওই যুবকের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়। এখন যখনই সে পায়খানা করছে তখনই পুলিশ তা পরীক্ষা করে দেখছে পেনডেন্ট বার হল কিনা!

কারণ যা পরিস্থিতি তাতে ওই পায়খানা দিয়েই পেনডেন্টটি বার হলে তবেই তা পুনরুদ্ধার সম্ভব। তাই প্রকৃতির ডাকের ওপর ভরসা রাখছেন তদন্তকারীরা। এখন কবে সেটি ওই ব্যক্তির পায়খানার সঙ্গে বেরিয়ে আসবে সেই অপেক্ষায় চলছে দিনগোনা। আর পায়খানা পরীক্ষা।

ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি স্বর্ণালঙ্কারের দোকানে। এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে। ইউরো নিউজ সহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *