Lifestyle

৩২৮ বছর পুরনো মদের বোতলের খোঁজ মিলল, এটিই সবচেয়ে পুরনো

এ সুরার বোতল পৃথিবীতে মাত্র ৩টি আছে। তবে তার মধ্যে এটিই সবচেয়ে পুরনো। ৩২৮ বছর পুরনো এই মদের বোতল এক ব্যক্তির সামনেই ছিল।

Published by
News Desk

মদ্যপান বহু প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচলিত ছিল। ৩২৮ বছর আগেও তা ছিল। সে সময়ে যে অতি বিরল সুরা পাওয়া যেত তার একটি কোনিয়্যাক। কোনিয়্যাক একধরনের ব্র্যান্ডি। তবে তার বিশেষত্ব ছিল। এটি ২ বার পাতন প্রক্রিয়ায় পরিশুদ্ধ করা ওয়াইন থেকে তৈরি করা হত।

এই ওয়াইন আবার যে কোনও ওয়াইন হলেই চলবে না। তা ছিল ফ্রান্সের এক বিশেষ স্থানের প্রক্রিয়াজাত আঙুরের রস থেকে তৈরি ওয়াইন। সেই ওয়াইন থেকেই বিশেষ পরিশুদ্ধিকরণের মধ্যে দিয়ে এই ব্র্যান্ডি তৈরি হত।

বোঝাই যাচ্ছে যে তা ছিল বহুমূল্য এবং বিরল। এমন অতি দামি সুরা যে বোতলে থাকত তাও ছিল একটি শিল্পকীর্তি। বোতলটির নক্সা যে কোনও মানুষের নজর কেড়ে নেবে।

বোতলটি এতটাই সুন্দর করে তৈরি এবং তার ওপর থাকা কারুকার্য এতটাই সুন্দর যে কেবল বোতলটিই একটি দেখার মত জিনিস। কোনিয়্যাকের সেই অপরূপ বোতলের ৩টিই এখনও পৃথিবীতে রয়ে গেছে।

এতদিন ধারনা ছিল ১৭৬২ সালের একটি কোনিয়্যাকের বোতলই বিশ্বের সবচেয়ে পুরনো কোনিয়্যাক বোতল। কিন্তু নেদারল্যান্ডসের এক ব্যক্তির সংগ্রহে থাকা একটি কোনিয়্যাকের বোতল সেই ধারনা ভেঙে দিল।

তাঁর সামনে থাকলেও এতদিন ওই প্রাচীন সামগ্রি সংগ্রাহক বুঝে উঠতে পারেননি তাঁর কাছে থাকা কোনিয়্যাকের বোতলটিই সবচেয়ে পুরনো। ১৬৯৬ সালের সেই কোনিয়্যাক বোতলটি এখন বিশ্বের সবচেয়ে পুরনো কোনিয়্যাক বোতল।

Share
Published by
News Desk