Lifestyle

এখানে যার জন্মদিন কেবল তাকে শুভেচ্ছা জানানোই যথেষ্ট নয়

যে কোনও মানুষের জীবনেই তাঁর জন্মদিনটা বছরের এক বিশেষ দিন। সেই দিনটায় তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে। কিন্তু এক জায়গায় কেবল তাঁকেই শুভেচ্ছা জানানো যথেষ্ট নয়।

Published by
News Desk

বছরের অন্য উৎসবের দিনের মতই মানুষের জীবনে বছরে একবার আসে তাঁর জন্মদিন। ওই দিনটাও উৎসবের চেয়ে কম নয়। পুরো দিন জুড়ে চলে নানা আয়োজন।

খাওয়াদাওয়া, উপহার পাওয়া, শুভেচ্ছা ও অভিনন্দন পাওয়া। সবই সেই বার্থ ডে বয় বা বার্থ ডে গার্লকে ঘিরে আবর্তিত হয়। কারণ ওই দিনটা কেবল তাঁর।

তাঁকে কেন্দ্র করে বাকিরা আনন্দে মেতে ওঠেন। কিন্তু এই বিশ্বেই এমন এক দেশ রয়েছে যেখানে কেবল বার্থ ডে বয় বা বার্থ ডে গার্লকে শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়ে দেওয়াটাই যথেষ্ট নয়।

নেদারল্যান্ডসে কিন্তু জন্মদিন যাঁরই হোক না কেন, কেবল তাঁকেই শুভেচ্ছা জানানো যায়না। শুভেচ্ছা জানাতে হয় তাঁর গোটা পরিবারকে। তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর পরিবারের যাঁরা ওই বার্থ ডে বয় বা গার্লয়ের পাশে থেকেছেন তাঁরাও সমানভাবে শুভেচ্ছার ভাগীদার হন।

তাই নেদারল্যান্ডসে কারও জন্মদিন মানে তাঁকে তো বটেই, সেই সঙ্গে তাঁর গোটা পরিবারকে শুভেচ্ছা জ্ঞাপন করতে হয়। সেটাই সেখানকার রীতি। এটাই প্রচলন।

তাই নেদারল্যান্ডসের বাসিন্দা কারও জন্মদিন হলে তাঁর গোটা পরিবারকে জানাতে হবে শুভেচ্ছা। এক্ষেত্রে কোনও ভুল হলে চলবে না।

জন্মদিন যাঁরই হোক সেদিনটা গোটা পরিবারই শুভেচ্ছা পেয়ে থাকে সকলের। ফলে পরিবারের যতজন সদস্য তাঁদের বছরে একবার করে জন্মদিন আসেই। আর সেদিন একবার করে সকলে শুভেচ্ছা পেয়ে থাকেন।

Share
Published by
News Desk