এভারেস্টের দেশে ৯৭টা পাহাড়ে পর্যটকদের বিনামূল্যে ঘোরার অনুমতি দিল প্রশাসন
৯৭টা পাহাড়ে ঘোরা যাবে নিশ্চিন্তে। একটাও টাকা খরচ না করে। এমনই এক ঘোষণা বিদেশি পর্যটকদের মুখে হাসি ফুটিয়েছে। তবে অল্প সময়ের জন্যই থাকছে এই সুযোগ।

এভারেস্টে ওঠার জন্য বহু মানুষ ভিড় জমান। বিদেশি পর্বতারোহীদের ভিড় উপচে পড়ে। এভারেস্ট নিয়ে একটা আলাদাই স্বপ্ন থাকে পর্বতারোহীদের। এভারেস্টে চড়তে গেলে কিন্তু নেপাল সরকারকে একটা টাকা দিতে হয়। তবেই এভারেস্টে চড়ার অনুমতি মেলে।
সেই নেপালেই এবার বেছে নেওয়া হয় ৯৭টি পাহাড়। যেসব পাহাড়ে চড়ার জন্য কোনও টাকা পর্বতারোহীদের কাছ থেকে নেবে না নেপাল সরকার।
এই পাহাড়গুলির উচ্চতা ৫ হাজার ৮৭০ মিটার বা ১৯ হাজার ২৫৮ ফুট থেকে ৭ হাজার ১৩২ মিটার বা ২৩ হাজার ৪০০ ফুট। যা নেহাত কম উচ্চতা নয়। এসব পাহাড়ে চড়ার জন্য অনেক পর্বতারোহীই মুখিয়ে থাকেন।
নেপালের কারনালি এবং সুদূর পশ্চিম প্রদেশে এই ৯৭টি পর্বত অবস্থিত। এই ২টি প্রদেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ। ৯৭টি পাহাড়ে বিনা খরচে ওঠার সুবিধা কাজে লাগাতে বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করছেন সকলে।
আর ভিড় বাড়লে স্থানীয় অর্থনীতি অনেকটাই গতি পাবে। স্থানীয় মানুষজন রোজগারের সুযোগ পাবেন। এই অঞ্চলের অর্থনীতিকে একটা রূপ দিতে চাইছে নেপাল সরকার।
নেপালের অর্থনীতির একটা বড় ভরসা হল পর্যটন। আর সেই পর্যটনের আবার একটা অংশ হল পর্বতারোহণে উৎসাহী মানুষের ভিড়। যাঁরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেপালে ছুটে আসেন হিমালয়ের পাহাড়গুলিতে চড়ার জন্য।
এবার সেই সুযোগ অনেকটাই বাড়ল বিদেশি পর্যটকদের কাছে। ৯৭টি পাহাড়ে চড়ার জন্য আর কোনও টাকা ফি দিতে হবেনা তাঁদের।