World

নেপালে বন্যা, মৃত ৫০, আটকে ২০০ ভারতীয় পর্যটক

টানা ৩ দিনের প্রবল বৃষ্টিতে নেপালের চিতওয়ান জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ৫০ জন স্থানীয় মানুষ প্রাণ হারিয়েছেন। বহু এলাকা জলের তলায় চলে গেছে। রাপ্তি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। সেইসঙ্গে পাহাড়ি এলাকায় মাঝেমধ্যেই ধস নেমে অবস্থা আরও ভয়াল করে তুলেছে।

এদিকে চিতওয়ান উপত্যকা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশ বিদেশ থেকে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। ফলে চিতওয়ান উপত্যকা জুড়ে অনেক হোটেল গড়ে উঠেছে। সেসব হোটেল জলের তলায় চলে গেছে। ফলে আতান্তরে পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। যার মধ্যে ভারতেরই ২০০ জন পর্যটক রয়েছেন। তাঁদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় আনার ব্যবস্থা করছে নেপাল প্রশাসন। উদ্ধারের কাজে ৪টি রবার ব়্যাফ্ট নামানো হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *