World

দোষ কার? দোষারোপ পাল্টা দোষারোপের পালা অব্যাহত

কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। আহত ২২ জন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা সেই দুর্ঘটনায় দোষ কার? এই নিয়ে প্রবল চাপানউতোর অব্যাহত। বিমানবন্দর কর্তৃপক্ষ গত সোমবারই দাবি করেছিল দুর্ঘটনার জন্য পাইলট দায়ী। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথা শোনেননি। ভুল দিক দিয়ে অবতরণ করেন। পাল্টা এদিন এটিএস ও পাইলটের মধ্যে কথোপকথনের একটি অডিও প্রকাশ পাওয়ার পর এবার পাল্টা ইউএস বাংলা এয়ারলাইন্স দাবি করছে পাইলটের দোষ নয়, এটিএস-ই নির্দেশ দেওয়ার সময়ে বিভ্রান্তিকর কথা বলে।

এখনও তদন্ত চলছে। দোষারোপ পাল্টা দোষারোপের পালাও চলবে। তবে দোষ যারই হোক, জীবন গেল ৪৯ জন মানুষের। যা কখনও ফিরে আসবে না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *