National

অমৃতসরের দুর্ঘটনায় অনাথ হওয়া শিশুদের দায়িত্ব নেবেন সিধু

দশেরার রাতে অমৃতসরে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও মৃতের সংখ্যা ৬২ ছুঁয়েছে। যে রাবণ দহনকে কেন্দ্র করে এই দুর্ঘটনা ঘটে যায় সেই রাবণ দহন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পঞ্জাবের বিধায়ক নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী। যা নিয়ে কিছুটা হলেও জলঘোলা হয়েছে। তবে এদিন যেন সেই সব দোষারোপেই জল ঢেলে দিলেন সিধু। তাও মাত্র ১টি ঘোষণায়। এদিন সিধু ঘোষণা করেন, অমৃতসরের দুর্ঘটনায় যেসব শিশু অনাথ হয়েছে তাদের সকলের সাধ্যমত পড়াশোনা ও ভরণপোষণের দায়িত্ব নেবেন তিনি ও তাঁর স্ত্রী। শুধু তাই নয়, সেসব মহিলারা তাঁদের স্বামীকে হারিয়েছেন তাঁদেরও আর্থিক সাহায্যের বন্দোবস্ত তিনি করবেন বলে আশ্বস্ত করেছেন প্রাক্তন এই ক্রিকেট খেলোয়াড়। প্রসঙ্গত ইতিমধ্যেই মৃতদের প্রত্যেক পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে পঞ্জাব সরকার।

এদিন ফের রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন সিধু। তিনি বলেন, তদন্ত নয় ক্লিনচিট দেওয়ার ব্যাপারেই বেশি জোর দিয়ে ফেলছে রেল। সিধুর পাশাপাশি পঞ্জাব কংগ্রেসের সুনীল জাখর অভিযোগ করেন, সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *