National

আওয়াজ-এ-পঞ্জাব, সিধুর নতুন দল


বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় জল ঢেলে নিজের রাজনৈতিক দল গড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। নতুন দলে তাঁর সঙ্গে থাকছেন প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক পরগত সিং। সিধুর নতুন দলের নাম হচ্ছে আওয়াজ-এ-পঞ্জাব। সামনেই পঞ্জাবে নির্বাচন। তার আগে সিধুর এই নয়া দল গঠনকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে অন্য দলগুলি। নতুন দলের কথা ঘোষণার পর সিধু জানিয়েছেন সিস্টেমকে স্বচ্ছ করাই তাঁর প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যেই তাঁর দল ভোটে লড়বে। আপাতত সিধু ও পরগতকে সামনে রেখে তৈরি হওয়া দলে আরও বেশ কিছু নামকরা সদস্যকে দেখতে পাওয়া যাবে বলেই কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *