World

এটিই হল বিশ্বের একমাত্র দেশ যার কোনও রাজধানী নেই

রাজধানীই স্বাধীন দেশের প্রশাসনিক পরিচয় বহন করে। কিন্তু পৃথিবীতে এমনও এক দেশ আছে যার কোন রাজধানীই নেই। এভাবেই সে মানচিত্রে স্বতন্ত্র হয়ে আছে।

সরকারিভাবে এ দেশের কোনও রাজধানী নেই। অন্যান্য দেশের মত তার কোনও সংবিধানও নেই। এ দেশে প্রশাসনিক কাজকর্মের জন্যে রাষ্ট্রপতি ভবন, সংসদ, আদালত, বিভিন্ন সরকারি দফতর আছে। ইয়ারেন নামে জেলায় এই দেশের সমস্ত সরকারি কাজ সম্পন্ন হয়।

তবু ইয়ারেনকে সরকারিভাবে কোথাও রাজধানী হিসাবে ঘোষণা করা হয়নি। একে কার্যনির্বাহী প্রদেশ বলা হয়। তাই আজও নাউরু রাজধানীহীন এক দেশ।

আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম এই দেশ ২১ বর্গ কিলোমিটার এলাকায় অবস্থিত। সাড়ে ১২ হাজার জনের মত দেশবাসী নিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল দেশ এই নাউরু। প্রশান্ত মহাসাগরের ওপর একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র হল নাউরু। সলোমন দ্বীপপুঞ্জের উত্তরপূর্বে অবস্থিত এই দেশ।

এখানে ১২টি উপজাতির বাস। নাউরুর জাতীয় পতাকায় আঁকা ১২টি তারা এঁদেরই নির্দেশ করে। স্থানীয় ভাষা মূলত নাউরুয়ান হলেও সর্বত্র ইংরেজিতে কথা বলার চল আছে।

নাউরুর কমনওয়েলথ-এর সদস্যপদ রয়েছে। আর্থিক বিনিময়ের প্রধান মাধ্যম অস্ট্রেলিয়ান ডলার। আকারে এই দেশ এতটাই ছোট যে এর মধ্যে শহর, গ্রামের কোনও ভাগাভাগি নেই। সবচেয়ে মজার বিষয়, নাউরু বিশ্বের অন্যতম স্থূলকায় দেশ হিসাবে পরিচিত।

নাউরু একসময় ফসফেটের খনি হিসাবে বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছিল। কয়েক দশক ধরে ফসফেট রপ্তানির মাধ্যমেই দেশটি আর্থিকভাবে সচ্ছল ছিল। কিন্তু একটা সময় সঞ্চিত ফসফেটের পরিমাণ কমে যায়। ফলে জনজীবনেও তার প্রভাব পড়ে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *