National

অত্যধিক আত্মবিশ্বাসই হারের কারণ : যোগী আদিত্যনাথ

বিজেপির অত্যধিক আত্মবিশ্বাসই উত্তরপ্রদেশ উপনির্বাচনে তাদের পরাজয়ের কারণ। বুধবার গোরক্ষপুর ও ফুলপুরে পরাজয়ের পর একথা স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা গোরক্ষপুরের প্রাক্তন সাংসদ যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, সপা, বসপা ও কংগ্রেস আলাদাই লড়ছিল। কিন্তু ভোটের মুখে তারা একসঙ্গে জোট গড়ে নেয়। আর সপা-বসপা একসঙ্গে থাকার যে জোর তা বুঝতে বিজেপি ব্যর্থ হয়েছে। তারই ফল ভুগতে হয়েছে। তবে আগামী দিনে সপা-বসপা জোটকে রুখতে তাঁরা নীতি নির্ধারণ করবেন বলে জানান বিপর্যস্ত যোগী আদিত্যনাথ।

অন্যদিকে সমাজবাদী পার্টির জয়ের পর দলের প্রধান অখিলেশ যাদব লখনউতে কংগ্রেস, বাম দলগুলি ও মায়াবতীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর দাবি, মানুষ বিজেপির অপশাসনের জবাব দিয়েছেন।

অন্যদিকে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই ফলাফল থেকে পরিস্কার যে মানুষ বিজেপির ওপর কতটা ক্ষুব্ধ। উত্তরপ্রদেশে কংগ্রেসও তাদের ঘর গোছানো শুরু করেছে বলে জানান রাহুল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *