National

শহরের কাছে পৌঁছে গেলেন কৃষকরা, সোমবার ‘বিধানসভা ঘেরাও’

ফসলের ন্যায্য দাম, ঋণ মকুব, জমির অধিকার সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী সোমবার মুম্বইয়ে বিধানসভা ভবন ঘেরাও করার কর্মসূচি রয়েছে নাসিক জেলার কৃষকদের। বাম শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার ডাকে এই বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নিতে গত ৫ দিন ধরে পথ হাঁটছেন হাজার হাজার কৃষক। লালঝাণ্ডা হাতে ১৮০ কিলোমিটার রাস্তা তাঁরা পায়ে হেঁটে এই প্রবল গরমে অতিক্রম করেছেন। রবিবার বিকেলে তাঁরা সিওন পর্যন্ত পৌঁছন। কৃষকদের সংখ্যা ইতিমধ্যেই ৩৫ হাজার ছাড়িয়েছে। মুম্বইয়ের কাছে পৌঁছে যাওয়া এই কৃষকরা সোমবার ‌মুম্বই শহরে ঢুকে পড়ার পর বাণিজ্য নগরী অচল হওয়ার সম্ভাবনা প্রবল।

এই বিশাল সংখ্যক কৃষকদের রুখতে তৈরি মুম্বই পুলিশও। যেটুকু খবর তাতে সম্ভবত মুম্বইয়ের আজাদ ময়দানের কাছেই কৃষকদের এই ঘোরাও অভিযান আটকে দেবে পুলিশ। তারপর সেখানে কী পরিস্থিতি সৃষ্টি হবে তা পরিস্কার নয়। তবে সবদিক থেকে তৈরি থাকছে পুলিশ। এদিকে সপ্তাহের শুরুতেই কৃষকদের এই বিধানসভা ঘেরাও অভিযান কর্মব্যস্ত শহরকে কতটা স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *