National

কর্ণাটকের লোকায়ুক্তের ওপর প্রাণঘাতী দুষ্কৃতি হামলা

বুধবার দুপুরে নিজের দফতরে ছুরিকাহত হলেন কর্ণাটকের লোকায়ুক্ত পি বিশ্বনাথ শেট্টি। ঘড়ির কাঁটায় তখন পৌনে ২টো। বেঙ্গালুরুর স্টেট সেক্রেটারিয়েট ভবনে নিজের কক্ষে কাজ করছিলেন প্রাক্তন বিচারপতি। একটি মামলার শুনানি চলছিল সেইসময়। কক্ষে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বহিরাগত। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা নিরাপত্তার বেড়াজাল টপকে চড়াও হয় পি বিশ্বনাথ শেট্টির ওপর। তাঁকে ছুরি দিয়ে পরপর ৩ বার আঘাত করে ওই দুষ্কৃতি। লোকায়ুক্তের আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর সহকারী। আশঙ্কাজনক অবস্থায় এরপর লোকায়ুক্তকে নিয়ে যাওয়া হয় মালিয়া হাসপাতালে। সেখানে আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশের প্রাথমিক অনুমান, খুনের জন্যই লোকায়ুক্তের ওপর হামলা চালিয়েছিল আততায়ী। হামলাকারীর খোঁজে নেমে তেজস শর্মা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। টেন্ডার নিয়ে বিবাদের জেরে রাগের বশে লোকায়ুক্তের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল সে। জেরায় অভিযুক্ত এমনটাই জানিয়েছে বলে দাবি পুলিশের। প্রাক্তন বিচারপতির ওপর হামলার খবর শুনে পরে হাসপাতালে তাঁকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী পি সিদ্দারামাইয়া। লোকায়ুক্তকে খুনের চেষ্টার ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। কর্ণাটকের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *