National

বাসচালককে গুলি করে নাটকীয় ঢঙে স্কুলছাত্রকে অপহরণ


ধর্ষণ, শ্লীলতাহানি, দুষ্কৃতি হামলা। এই ৩ বিষয়ে বারবার অভিযোগের আঙুল ওঠে দিল্লির দিকেই। ফের একবার দিল্লির ঝুলিতেই সংযোজিত হল নতুন কলঙ্কের পালক। সাতসকালে বাস চালককে গুলি করে স্কুল ছাত্রকে অপহরণ করে পালাল ২ দুষ্কৃতি। নয়াদিল্লির দিলশাদ উদ্যানের ঘটনা প্রমাণ করে দিল দিল্লি আছে একই ফর্মে।


ঘড়ির কাঁটায় সকাল ৭টা বেজে ৪০ মিনিট। ২৫ জন ছাত্রকে নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছিল স্কুলবাস। দিলশাদ গার্ডেন এলাকার কাছে পৌঁছতেই আচমকা বাসের পথ আটকে দাঁড়ায় একটি কালো রঙের বাইক। বাইক থেকে নেমেই বাস চালককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ২ দুষ্কৃতি। গুলি গিয়ে লাগে চালকের পায়ে। এরপর বাসের ভিতর ঢুকে প্রথম শ্রেণির এক ছাত্রকে অপহরণ করে দুষ্কৃতিরা। স্কুল ছাত্রটিকে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় বাসের অন্য ছাত্ররা। আতঙ্কে তারা তখন সিঁটিয়ে গেছে বাসের মধ্যে। সশস্ত্র অপহরণকারীদের পথ আটকাতে সাহস দেখাতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত জনা কয়েক প্রত্যক্ষদর্শীও।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দিল্লি পুলিশ। রক্তাক্ত বাস চালককে ভর্তি করা হয় হাসপাতালে। অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে প্রথম শ্রেণির ওই ছাত্রকে অপহরণ করা হল তাও খতিয়ে দেখছে পুলিশ।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *