তাঁবুতে আগুন, শিক্ষামূলক শিবিরে পুড়ে মৃত্যু ৩ ছাত্রীর

ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল গুজরাটের রাজকোটে একটি অস্থায়ী শিবিরের অনেকগুলি তাঁবু। তাঁবুর ভিতরে আগুনে পুড়ে মৃত্যু হল ৩ ছাত্রীর। যারা এসেছিল রাজকোটে আয়োজিত একটি শিক্ষামূলক আলোচনাচক্রে যোগদান করতে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ওই শিবিরের আরও ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসাধীন।
রাজকোটের প্রাণশালা গ্রামে একটি স্কুল চত্বরে খাটানো ছিল অজস্র তাঁবু। প্রতিবারের মতো এই বছরও ওই গ্রামে শ্রী বৈদিক মিশন আয়োজন করে একটি শিক্ষামূলক সমাবেশের। অনুষ্ঠানের মেয়াদ ছিল ১০ দিনের। গুজরাটের নানা প্রান্ত থেকে সমাবেশে যোগদান করতে উপস্থিত হন অজস্র মানুষ। এদের মধ্যে ছিল বহু ছাত্রছাত্রীও। তাদের অনেককে রাখা হয় হোস্টেলে। আর বাকিদের থাকার জন্য গ্রামের মধ্যেই শিবিরের ব্যবস্থা করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা আগুন লেগে যায় ‘রাষ্ট্র কথা’ শিবিরটিতে। ভয়াবহ আগুনের গ্রাসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ ছাত্রীর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু ততক্ষণে আগুনের বিধ্বংসী গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে শিবিরের অধিকাংশ তাঁবু।
শর্ট সার্কিট থেকে শিবিরে আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান দমকলবাহিনীর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্য সরকারের আধিকারিকরা। আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে গুজরাট সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।