National

বরযাত্রীদের ঘণ্টাখানেক নাচের তাণ্ডব প্রাণ কাড়ল শিশুর


বিয়েবাড়িগামী অমানবিক বরযাত্রীদের স্বার্থপরতার জন্য প্রাণ গেল দেড় বছরের এক শিশুকন্যার। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের দামোহ এলাকায় একদল বরযাত্রী বিয়েবাড়ি যাওয়ার সময় রাস্তার উপর আনন্দ সহকারে নাচতে থাকে বলে অভিযোগ। এরফলে রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। সেইসময় পাশের গ্রাম থেকে বিছের কামড়ে নিস্তেজ হয়ে আসা শিশুটিকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছয়। বরযাত্রীদের কাছে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য শিশুর পরিবার বারবার কাকুতিমিনতি করতে থাকে। তবে তাঁদের অনুরোধ উন্মত্ত বরযাত্রীরা গ্রাহ্য করেনি বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের।


এক ঘণ্টা পর বরযাত্রীদের নৃত্য-তাণ্ডব শেষ হলে তড়িঘড়ি ছোট্ট বুবুলকে নিয়ে হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *