National

পরিবারকে খাওয়াতে ২০০ টাকায় ৮ মাসের সন্তানকে বিক্রি করলেন বাবা

চূড়ান্ত দারিদ্র্যের কারণে নিজের ৮ মাসের মেয়েকে নামমাত্র টাকায় বিক্রি করে দিলেন এক অসহায় বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমায়। এই নিয়ে তিনবার ত্রিপুরায় কন্যাসন্তান বিক্রির ঘটনা প্রকাশ্যে এল। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অভিযুক্ত কর্ণ দেবশর্মার দাবি তিনি বারবার সরকারের কাছে বিপিএল কার্ডের জন্য আবেদন করলেও কোনও লাভ হয়নি। তাই কিছুদিনের জন্য অন্তত পরিবারের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে দুধের শিশুকে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া কন্যাসন্তানের ভরণপোষণের অর্থসংস্থানও তাঁর নেই। তাই অর্থোপার্জনের সবথেকে সহজতম ও অমানবিক পন্থাটি তিনি বেছে নিয়েছেন বলে জানিয়েছেন কর্ণ।

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ঢাকঢোল সহকারে প্রচার জোরকদমে চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেইসময় মাত্র ২০০ টাকায় সদ্যোজাত মেয়েকে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রকল্পের সার্থকতা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন উঠেছে পিতার মানসিকতা নিয়েও। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন যে মাত্র ২০০ টাকায় কদিনই বা সংসার চালানো সম্ভব। তারপর কী হবে? তবে কী অভাবের দোহাই দিয়ে মেয়ে বলেই তাকে বিক্রি করা হল? প্রশ্ন উঠছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *