
বিজেপি নেতা শিব কুমার ও তাঁর দেহরক্ষীকে গুলি করে হত্যা করে চম্পট দিল আততায়ী। বাইকরে করে এসে গুলি করে পালায় সে। গাড়ির মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, বিজেপি নেতা শিব কুমার ২টি স্কুলের মালিক। তিনি এদিন তাঁর গাড়িতে হায়বাতপুর থেকে ভালোলপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ২ দেহরক্ষী। গ্রেটার নয়ডার বিসরাখ এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বাইক শিব কুমারের গাড়ির পিছু ধাওয়া করে। পরে গাড়ির কাছে এসে শিব কুমার ও তাঁর ১ দেহরক্ষীকে গুলি করে চম্পট দেয় বাইক আরোহী দুষ্কৃতি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তি জনিত কারণ থেকেই এই হত্যা। পুলিশ আততায়ীর খোঁজ শুরু করেছে। মাস দুয়েক আগেই গজেন্দ্র ভাটি নামে এক বিজেপি নেতাকে গাজিয়াবাদে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তারপর এদিন ফের এক বিজেপি নেতা খুন হলেন কাছাকাছি এলাকায়।