National

বিক্ষিপ্ত ঘটনা বাদে শান্তিতেই মিটল হিমাচলের ভোট

দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটল হিমাচল প্রদেশের ভোটগ্রহণ পর্ব। রাজ্যের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনে ৩৩৭ জন প্রার্থীর এদিন ছিল ভাগ্যপরীক্ষা। গণতন্ত্রের এই উৎসবে হাজির ছিলেন ৩৭ হাজার ভোটকর্মী, ১৭ হাজারেরও বেশি পুলিশ ও হোমগার্ড সহ ৬৫ কোম্পানি আধাসামরিক বাহিনী। নির্বাচন কমিশন ৩৯৯টি ভোগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছিল। কমিশন জানিয়েছে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৪ শতাংশ।

ভোটগ্রহণের পর হওয়া বুথ ফেরত সমীক্ষায় অবশ্য গেরুয়ার পাল্লাই ভারী। প্রায় সব সমীক্ষাই হিমাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এখন বিজেপির পিকে ধূমলের হাসি আরও চওড়া হবে নাকি বীরভদ্রের হাত ধরে কংগ্রেস ফের হিমালয়ের কোলে থাকা এই রাজ্যে ক্ষমতায় ফিরবে তা জানতে অপেক্ষা আরও ৪০ দিনের। হিমাচল প্রদেশের ভোটে এই প্রথম ৫০ হাজার তিব্বতি জাতিসমূহের মানুষ অংশ নিলেন। ইভিএম বন্দি করলেন তাঁদের গণতান্ত্রিক অধিকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *