National

সিংহের ডেরায় মানুষের তাণ্ডব!

বাঘ-সিংহের থাবা থেকে বাঁচতে মানুষের পালানোর কথা তো আমরা শুনেছি। কিন্তু মানুষের তাড়া খেয়ে খোদ বনের রাজা সপারিষদ প্রাণ বাঁচাতে ছুট লাগাচ্ছেন, এমন উদাহরণ মেলা ভার। হ্যাঁ, অবাক করার মত এই ঘটনা ঘটেছে গুজরাটের শুষ্ক বিস্তৃত গির অভয়ারণ্যে। যা ভারতবর্ষের একমাত্র সিংহের জন্য বরাদ্দ অভয়ারণ্য। পিছনে ২টো বাইকে করে ৪ জন আরোহী আসছে তাড়া করে। আর সামনে ভয়ে লেজ তুলে দৌড় দিচ্ছে এক পরিণতবয়স্ক সিংহ, তার সিংহী আর শাবক। সিংহরা সংসারী। স্ত্রী, সন্তান নিয়ে একসঙ্গে থাকে তারা। একটু আলসেও। কিন্তু বাইকের তাড়ার চোটে আতঙ্কে তখন দে দৌড়! যত তাড়াতাড়ি সম্ভব ঘন জঙ্গলে ঢোকা যায়, ততই যেন মঙ্গল।

বুধবার একটি সোশ্যাল মিডিয়ায় সিংহ পরিবারকে তাড়া করার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে গির অভয়ারণ্যের কর্তৃপক্ষ। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সিংহদের রীতিমত উত্যক্ত করছে ওই ৪ ব্যক্তি। বাইকের নম্বর প্লেট দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা শুরু হয়েছে। গিরের সিংহদের ডেরায় ঢুকে কে বা কারা তাদের শান্তির জীবনে উপদ্রব আনল, তা নিয়ে তদন্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন অভয়ারণ্যের কর্তাব্যক্তিরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *