National

১৫ বছর পর গ্রেফতার অক্ষরধাম হামলার মূল চক্রী


অবসান ঘটল ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার। ধরা পড়ল অক্ষরধাম মন্দিরে সন্ত্রাস হামলার অন্যতম চক্রী আব্দুল রশিদ আজমেরি। শুক্রবার রাতে রিয়াধ থেকে ফেরার পথে আমেদাবাদ বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়ে রশিদ। আমেদাবাদ পুলিশের অপরাধদমন শাখা তাকে পাকড়াও করে।


গোপন খবর ছিল যে অক্ষরধামে জঙ্গি হামলার অন্যতম নায়ক রশিদ আরবের রিয়াধে ভাইয়ের সঙ্গে দেখা করে আমেদাবাদ ফিরবে। তার বিরুদ্ধে অভিযোগ যে সে এই আক্রমণের ছক কষে লস্কর-ই-তৈবাকে সেটি সফল করতে সাহায্য করেছিল। রশিদকে দীর্ঘদিন হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাকে কব্জায় পেল তারা। ২০০২-এ গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাস কেড়ে নিয়েছিল ৩২ টি প্রাণ।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *