National

সফল ভারতের হাত ধরে সমৃদ্ধ, সুরক্ষিত হবে পৃথিবী, প্রজাতন্ত্র দিবসে বড় কথা বললেন উরসুলা

সফল ভারত বিশ্বকে একটি সুরক্ষিত, সমৃদ্ধ ও স্থিতিশীল পরিস্থিতি দিতে পারে। প্রজাতন্ত্র দিবসে স্বয়ং একথা জানালেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। যোগ দিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও।

৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল দেশের কোণায় কোণায়। নয়াদিল্লিতে যেমন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, তা পরম্পরা মেনেই অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী এদিন প্রথাগত পরম্পরা কিছুটা ভেঙে হাত নেড়ে হেঁটে যান। অভিনন্দন জানান উপস্থিত সাধারণ মানুষকে।

এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে যা লেখেন তা ভারতবাসীর জন্য গর্বের।

তিনি লেখেন সফল ভারতই এক স্থিতিশীল, সমৃদ্ধ ও সুরক্ষিত বিশ্ব তৈরি করতে পারে। যাতে সকলেই উপকৃত হবেন। ভারতের সাফল্য যে বিশ্বকে কতটা প্রভাবিত করছে তা এদিন উরসুলার বক্তব্য থেকেই পরিস্কার।

তিনি এও বলেন যে, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা তাঁর সারা জীবনের জন্য একটা সম্মান হয়ে রইল। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উরসুলার পোশাকও সকলের নজর কেড়ে নিয়েছে।

এদিন তাঁর পরনে ছিল মেরুন ও সোনালি ব্রোকেটের গলাবন্ধ জ্যাকেট এবং অফ হোয়াইট প্যান্ট। ভারতের পারম্পরিক পোশাকের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের জাঁকজমক এই পোশাকে একসঙ্গে ফুটে ওঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকাই নয়, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে গোটা অনুষ্ঠান কৌতূহলের সঙ্গে উপভোগ করতেও দেখা গেছে।

৩ দিনর জন্য ভারত সফরে আসা উরসুলা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চলেছেন। যেখানে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। যাকে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসাবেই ব্যাখ্যা করা হচ্ছে।

২৭ দেশের ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে নয়াদিল্লির এই বাণিজ্য চুক্তি আগামী দিনে ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে একটা ঐতিহাসিক অধ্যায় হতে চলেছে বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *