National

মহিলাদের অন্তর্বাস চুরি করে বেড়াত যুবক, সেগুলি নিয়ে আশ্চর্য আনন্দে মেতে উঠত সে

শহরের নানা গলি ঘুরে মহিলাদের অন্তর্বাস চুরি করে বেড়াত এক যুবক। তারপর সেই অন্তর্বাসগুলি নিয়ে যা করত তা জেনে হতবাক পুলিশও।

আমূল নামে ২৩ বছরের এক যুবক গলিতে গলিতে ঘুরে বেড়াত। নজর করত কোনও বাড়ির বারান্দা বা অন্য কোথাও মহিলাদের অন্তর্বাস ঝুলছে কিনা। মহিলারা কাচার পর সেগুলি বারান্দায় শুকোতে দিতেন।

সেগুলি দেখার পর এবার ওই যুবক চারধারে ভাল করে নজর করত। কেউ তাকে দেখছেন কিনা। যদি নিশ্চিত হত যে তাকে কেউ দেখছেন না, তখন লুকিয়ে মহিলাদের অন্তর্বাসগুলি নিয়ে সেখান থেকে চম্পট দিত।

কোনও সোনাদানা নয়, কোনও টাকাকড়ি নয়, কোনও মূল্যবান জিনিসও নয়, এমনকি শুকোতে দেওয়া অন্য কোনও পোশাকও নয়, কেবল মহিলাদের অন্তর্বাস চুরি করে পালানোই ছিল তার লক্ষ্য।

পুলিশ বিষয়টি জানার পর তদন্তে নামে। তারপর রাস্তার সিসিটিভি-র ফুটেজ দেখে ওই যুবককে বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখে। সেই সূত্র ধরে তাকে বেঙ্গালুরু শহরের হেব্বাগোড়ি এলাকা থেকে পাকড়াও করে পুলিশ।

কেরালার বাসিন্দা ওই যুবক বেঙ্গালুরুতে থাকত। তার নেশা ছিল মহিলাদের অন্তর্বাস চুরি করা। পুলিশ তার বাসস্থান থেকে মহিলাদের প্রচুর অন্তর্বাস উদ্ধার করেছে। পুলিশ ওই যুবকের ফোন ঘাঁটতে গিয়ে আরও হতবাক হয়েছে।

প্রশ্নটা ছিলই যে সে ওই অন্তর্বাসগুলি নিয়ে কি করে? তার উত্তর ফোনেই পায় পুলিশ। ফোনে অনেকগুলি এমন ভিডিও পুলিশ পেয়েছে যেখানে মহিলাদের চুরি করা অন্তর্বাস ওই যুবক নিজে পরে নানা ভঙ্গিতে ভিডিও করেছে।

যুবক পুলিশের কাছে স্বীকারও করেছে যে মহিলাদের অন্তর্বাস চুরি করার পর সে তা পরত। আর সেই অন্তর্বাস পরার মত সে একটা আবেশের মধ্যে চলে যেত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *