National

বিয়ের সময় সিঁদুরদান করতে গিয়ে মাথায় হাত, সিঁদুর আনা হয়নি, মুশকিল আসান করল প্রযুক্তি

একটি বিয়ের অনুষ্ঠানে তখন সিঁদুরদানের সময়। আর ঠিক তখনই সকলের মাথায় এল সিঁদুরটাই আনা হয়নি। অবশেষে সেই বেসামাল পরিস্থিতি থেকে রেহাই দিল প্রযুক্তি।

বিয়ের জন্য এখন তরুণ প্রজন্ম অনেক আগে থেকে সব স্থির করতে শুরু করে। সে প্রি-ওয়েডিং ফটো তোলা থেকে থিম বিয়ের নতুন ভাবনা, তবে রীতিনীতি ভুলে নয়। প্রতিটি নিয়ম এখন বেশ জাঁকজমক করেই পালিত হয়। তারও প্রতিটি পর্যায়ের সব ব্যবস্থা আগে থেকে করা থাকে।

কিন্তু সব গুছিয়ে করেও এক একটা চরম ভুল মানুষকে বিয়ের আনন্দের মাঝেই চিন্তায় ফেলে দেয়। যেমন দিল্লির একটি বিয়েতে সিঁদুরদানের সময় নতুন সিঁদুর কৌটো খুঁজতে গিয়ে সকলের টনক নড়ে যে সব করা হয়েছে, শুধু সিঁদুরটাই আনা হয়নি! যা যে কোনও বিয়ের প্রাথমিক প্রয়োজনের তালিকায় পড়ে।

বিয়ের সময় সাতপাক হয়ে গিয়েছিল। তারপর সিঁদুর পরানোর কথা। কিন্তু ঠিক তখনই বরবধূও জানতে পারলেন সিঁদুর আনা হয়নি। অগত্যা বিয়ে গেল থমকে। বরবধূ অর্ধেক বিয়ে সেরে অপেক্ষা করতে শুরু করলেন। পরিবারের সকলেও হতবাক।

তবে বিষয়টি নিয়ে ঘাবড়ে না গিয়ে একজন অনলাইনে দ্রুত সিঁদুর অর্ডার করে দেন। আর অর্ডার করার কয়েক মিনিটের মধ্যেই এক ডেলিভারি এজেন্ট হাজির হয়ে যান নতুন সিঁদুরের বাক্স নিয়ে। অপেক্ষার অবসান হয়। ফের চালু হয় বিয়ের কাজ। সিঁদুরদানও হয়।

বিয়ে মাঝপথে থামিয়ে বাজারে গিয়ে সিঁদুর কৌটো খুঁজে কিনে আনার উপায় ছিল। কিন্তু তাতে অনেকটা সময় অতিবাহিত হত। বিয়ে চলাকালীন যেহেতু শুভ সময়টা গুরুত্বপূর্ণ তাই সিঁদুর কৌটো দ্রুত দরকার ছিল। সেটা জোগাড় করে দিল প্রযুক্তির সুবিধা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *