National

ভ্লাদিমির পুতিনকে দেওয়া উপহারে বাংলার জিনিস, রাজ্যের কি দেওয়া হল উপহারে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে কয়েকটি উপহার তুল দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। যে তালিকায় জায়গা পেয়েছে বাংলার একটি জিনিসও।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে ভগবদগীতা তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা এই পবিত্র গ্রন্থ যাতে পুতিনের পড়তে কোনও অসুবিধা না হয় তাই গীতার রাশিয়ান ভাষায় অনুবাদ করা বই তুলে দেওয়া হয়েছে পুতিনের হাতে। যে ছবি প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ভগবদগীতার পাশাপাশি আরও কয়েকটি উপহার পুতিনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে অসমের বিখ্যাত কালো চা। যেমন গন্ধ, তেমন লিকার, এই অতুলনীয় চা সারা বিশ্বে সমাদৃত। সেই চা পুতিনকে উপহার হিসাবে দেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী রাশিয়ান প্রেসিডেন্টের হাতে তুলে দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিখ্যাত রূপোর তৈরি টি সেট। অপরূপ খোদাইয়ের কাজ করা এই টি সেট বাংলার সমৃদ্ধ শিল্পকলার নিদর্শন।

ভারতের মত রাশিয়াতেও চায়ের কদর খুব বেশি। সেকথা মাথায় রেখেই বাংলা এবং অসমের চায়ের ইতিহাস তুলে দেওয়া হয় রাশিয়ার প্রেসিডেন্টের হাতে। এছাড়া মহারাষ্ট্রের প্রাচীন হস্তকলায় তৈরি রূপোর ঘোড়া পুতিনের উপহারের তালিকায় জায়গা পেয়েছে।

ভূরাজনৈতিক দিক থেকে পুতিনের ভারত সফর এবং ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হওয়া অবশ্যই বিশ্ব রাজনীতিতে একটা বড় ছাপ ফেলতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত বিরোধী কর আরোপ যে মার্কিন মুকুলের সঙ্গে ভারতের দূরত্ব তৈরি করল তা পরিস্কার। অন্যদিকে ট্রাম্পের চাপের মুখে নতিস্বীকার দূরে থাক বরং পাল্টা রাশিয়া ও চিনের সঙ্গে সম্পর্ক আরও ভাল করে ভারত বুঝিয়ে দিয়েছে তারা কোনও চাপের মুখে ঝোঁকার পাত্র নয়। বরং ট্রাম্পের বেপরোয়া মনোভাব এবং পুতিনের এই ভারত সফর পাল্টা মার্কিন মুলুককে চাপে ফেলে দিল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *