একই জঙ্গলে রয়েছে ৬৫০টি প্রাণি, দেশেই তৈরি হল এমন পার্ক
প্রচুর গাছগাছালি, সবুজে ভরা। সেই জঙ্গলের মত পার্কে রয়েছে ৬৫০টির বেশি প্রাণি। যাদের বিশ্বের নানা প্রান্তে খুঁজে পাওয়া যায়। অভিনব এই পার্ক তৈরি হল ভারতে।
১৮.২৭ একর এলাকা জুড়ে রয়েছে একটা বিরাট বড় পার্ক। আর সেই পার্কের জায়গায় জায়গায় দেখা মিলছে বিভিন্ন প্রাণির। তারা যে সবাই একই ভৌগলিক অবস্থানে বসবাসকারী প্রাণি এমনটা নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের দেখা মেলে। কারও কারও তো দেখাই পাওয়া যায়না। তাদের একসঙ্গে একই পার্কে জায়গা করে দিল নয়ডার কাছে তৈরি হওয়া একটি জঙ্গলরূপী পার্ক।
নয়ডার সেক্টর ৯৪-এ এই পার্কটির উদ্বোধন হয়েছে হালেই। যাকে জঙ্গলের মতো করে বানানো হয়েছে। আসল প্রাণি নয়, রয়েছে প্রায় ৬৫০-র বেশি প্রাণির মূর্তি। আর এখানেই লুকিয়ে রয়েছে পার্কটির বিশেষত্ব। কারণ পার্কটিতে স্থাপিত মূর্তিগুলির প্রত্যেকটিই ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করা হয়েছে।
পার্কটির থিমই ‘ওয়েস্ট টু ওয়ান্ডার’ অর্থাৎ আবর্জনা থেকে চমৎকার। এখানে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস এবং লোহা দিয়ে গরু, গোরিলা, শিম্পাঞ্জি, ডলফিন, সিল, অক্টোপাস, ঘোড়া, ডাইনোসর সহ নানা প্রাণির অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই অভিনব পার্কটি পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের কাছে রোমাঞ্চ, প্রকৃতি এবং শিল্পের মেলবন্ধনকে তুলে ধরবে। মন কাড়বে ছোটদের। পার্কটিকে বিভিন্ন মহাদেশীয় থিমের ৫টি আলাদা জোনে ভাগ করা হয়েছে।
নানা প্রাণিকে একই জায়গায় দেখতে পাওয়ার আনন্দের সাথেই এখানে বিভিন্নরকম গেম এবং অ্যাক্টিভিটির ব্যবস্থাও করা হয়েছে। আগামী দিনে এখানে রক ক্লাইম্বিং, জিপ সাইক্লিং, বোটিং ইত্যাদির ব্যবস্থারও পরিকল্পনা রয়েছে।
এই জঙ্গল ট্রেল পার্কে প্রবেশ করার জন্য দর্শকপিছু ১২০ টাকা ধার্য করা হয়েছে। মহামায়া ফ্লাইওভারের ঠিক নিচেই রয়েছে পার্কের মূল প্রবেশদ্বার। যেখান দিয়ে দর্শকরা পার্কে প্রবেশ করতে পারবেন। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে পার্কিংয়ের জন্যেও আলাদা ব্যবস্থা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













