National

গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে থাকা রেজিস্ট্রেশন নম্বর বিক্রি হল ১ কোটি ১৭ লক্ষ টাকায়

ভারতে এখন গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে থাকা রেজিস্ট্রেশন নম্বর বিক্রি হচ্ছে ১ কোটি ১৭ লক্ষ টাকায়। এটাও দেশের জন্য গর্বের।

এদেশে একটা ছোট ফ্যামিলি কার বিক্রি হয় ৫ থেকে ৬ লক্ষ টাকায়। এসইউভি হলে তার দাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হয়। অবশ্য কোন সংস্থার গাড়ি তার ওপর দামের ওপর নিচ নির্ভর করে। সংস্থা অনুযায়ী দাম, গাড়ির সুযোগ সুবিধা অনুযায়ী দাম, গাড়ির রং বা তার ভিতর ও বাইরের সাজসজ্জার জন্য দাম নির্ভর করে থাকে।

যদি কোনও গাড়ির দাম ১ কোটি বা তার বেশি হয় তাহলে পাড়াপড়শি এখনও উঁকি দিয়ে দেখেন সেই বহুমূল্য গাড়িটির দিকে। রাস্তা দিয়ে সে গাড়ি গেলেও মানুষ ঘুরে তাকান। সেটা তো স্বাভাবিক যে একটা ১ কোটি টাকার ওপর দামের গাড়ির দিকে মানুষ চেয়ে দেখতে পারেন।

কিন্তু একটা গাড়ির স্রেফ নম্বর প্লেটে কোন নম্বর লেখা থাকবে বা গাড়ির মালিকের পছন্দের নম্বর লেখা থাকবে বলে তার জন্য কোটির ওপর খরচ করে দেওয়া অবশ্যই ভারতের বাসিন্দাদের অর্থনৈতিক সামর্থ্যকে বিশ্বের নজরেও অন্য এক সম্ভ্রমের পর্যায়ে তুলে নিয়ে যেতে পারে।

হরিয়ানায় প্রতি সপ্তাহে পছন্দের নম্বর প্লেটের জন্য নিলাম হয়। পুরোটাই অনলাইনে। এবার একটি নম্বর ‘এইচআর৮৮বি৮৮৮৮’ নিলামে ওঠে। যার দাম শুরুই হয় ৫০ হাজার টাকা দিয়ে।

এরপর ওই নম্বরটি নিজের গাড়ির জন্য চেয়ে ৪৫ জন বিড করতে শুরু করেন। দাম চড়তে থাকে। সারা দুপুর ধরে চলে দাম চড়ার পালা। অবশেষে বিকেলে গিয়ে ১ কোটি ১৭ লক্ষ টাকা দাম দিতে রাজি হন একজন।

তারপর আর বেশি দাম কেউ দেননি। ফলে ওই দামেই বিক্রি হয়ে যায় ভারতের অদ্যাবধি সর্বাধিক দামি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যা কোনও গাড়ির নম্বর প্লেটে শোভা পাবে।

কথায় বলে শখ খুব বড় জিনিস। এবার সেটা দেখতেও পেলেন দেশবাসী। গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে কি লেখা থাকবে সেটার জন্যও কেউ ১ কোটি ১৭ লক্ষ টাকা খরচ করতে পারেন। গল্প নয়, এটাও বাস্তবে দেখা গেল। এ খবর তাই বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *