দেশের একমাত্র শহর যেখানে রাস্তায় ট্রাফিক সিগনাল নেই, নামটা চেনা, তবে দিল্লি, মুম্বই নয়
ভারতের একমাত্র শহর হিসাবে এক বিরল কৃতিত্ব অর্জন করল এই শহর। যে শহরে গাড়ির চাপ থাকলেও গাড়ি ছোটে যথেষ্ট গতিতে। সিগনালেও আটকাতে হয়না।
যদি উন্নত প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায় আর শহরের পরিকাঠামোকে পরিকল্পিতভাবে সাজানো যায়, তাহলে গাড়ির যথেষ্ট চাপ থাকা শহরেও ট্রাফিক সিগনালের দরকার পড়েনা। এটা এবার দেখিয়ে দিল ভারতের এই শহর।
দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদের মত শহরগুলিও চেনা নামের শহরটির এই ভাবনাকে আগামী দিনে কাজে লাগাতেই পারে। এ শহরে প্রচুর গাড়ির যাতায়াত। গাড়ির চাপও তাই রয়েছে।
তারপরেও এখানে গাড়ি গতি হারায় না। দীর্ঘক্ষণ সিগনালে আটকে থাকার ঝামেলা নেই। এ শহরকে সম্পূর্ণ ট্রাফিক সিগনাল মুক্ত করে ফেলেছে এখানকার নগর উন্নয়ন দফতর।
ট্রাফিক সিগনাল মুক্ত শহর তৈরি করতে গিয়ে এ শহর মুড়ে ফেলা হয়েছে প্রচুর ফ্লাইওভার, রিং রোড এবং আন্ডারপাসে। যাতে সমান্তরালভাবে আপ ও ডাউনের গাড়ি ছুটে যেতে পারে মুখোমুখি না হয়েও। কারণ তা করতে গেলে ট্রাফিক সিগনাল দরকার পড়ত। এতে দুর্ঘটনার সম্ভাবনাও কমে গেছে এ শহরে।
ভারতের কোচিংয়ের রাজধানী নামে পরিচিত এই শহর। রাজস্থানের কোটার কথাই বলা হচ্ছে। কোটা শহর এবার ভারতের একমাত্র ট্রাফিক সিগনাল বিহীন শহরের তকমা অর্জন করেছে।
গাড়ির গতি না কমিয়েও যে শহরের যান চলাচলকে এভাবে রাখা সম্ভব তার এক উদাহরণ এখন কোটা। কোটা শহরের এই সাফল্য কিন্তু আগামী দিনে ভারতের অন্য শহরগুলিকেও পথ দেখাবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।













